‘শুধু রাতের খাবারের জন্য’ মেসির ইন্টার মিয়ামিতে নেইমার
২৯ মার্চ ২০২৪
বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল হয়ে আছে। সেই তিনজনের মধ্যে লিওনেল মেসি আর লুইস সুয়ারেস মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। আর ব্রাজিল সুপারস্টার নেইমার খেলছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। ইনজুরি আক্রান্ত নেইমারকে এবার হঠাৎ করেই দেখা গেল ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে! ছড়াল গুঞ্জন।
২০১৭ সাল পর্যন্ত মেসি, নেইমার আর সুয়ারেস বার্সেলোনায় খেলেছেন। এই দুর্ধর্ষ আক্রমণভাগের কল্যাণে প্রায় অজেয় হয়ে উঠেছিল কাতালুনিয়ার ক্লাবটি। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যান। ২০২০ সালে সুয়ারেসকে বিদায় জানায় বার্সা। সর্বশেষ ২০২১ সালে বার্সা থেকে লিওনেল মেসির আবেগঘন বিদায় ঘটে। এরপর পিএসজিতে এক হয়েছিলেন মেসি-নেইমার। কিন্তু সুয়ারেসের যাওয়া হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেইমারের পোস্ট করা একটা ছবি ঘিরে এই তিনজনের একত্রিত হওয়ার জল্পনা শুরু হয়েছে। ছবিতে নেইমারের দুই পাশে দাঁড়িয়ে আছেন ইন্টার মায়ামির এক অংশের মালিক ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। এই ছবির নিচে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা লিখছেন, পাঁচ বছর পরিকল্পনা করে মেসিকে মিয়ামিতে এনেছেন বেকহ্যাম, নেইমারকেও হয়তো অদূর ভবিষ্যতে আনবেন!
মেজর লিগ সকার কাভার করা প্রতিবেদক ফাবিয়ান রেনকেল এক পোস্টে লিখেছেন, ‘গুঞ্জনের পালে উত্তাপ’। তবে বেকহ্যাম যেন সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন ডেভিড বেকহ্যাম স্বয়ং। তিনি একই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মায়ামিতে স্বাগত আমার বন্ধু (শুধু রাতের খাবারের জন্য)।”
মন্তব্য করুন: