আরও এক ম্যাচ মাঠের বাইরে মেসি
৩০ মার্চ ২০২৪
চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষাটা আরেকটু লম্বা হচ্ছে লিওনেল মেসির। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া আর্জেন্টাইন এই মহাতারকাকে অন্তত আরও এক ম্যাচে দলের সঙ্গে পাচ্ছে না ইন্টার মায়ামি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ।
বাংলাদেশ সময় রোববার ভোরে মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচে দলের অধিনায়ককে মাঠে না পেলেও আগামী বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে মন্টেরেই এফসির বিপক্ষে মেসিকে পাওয়ার আশা করছে তারা।
গত ১৩ মার্চ ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর ডান হ্যামস্ট্রিংয়ের ছোট চোট ধরা পড়ায় মাঠ থেকে ছিটকে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। খেলতে পারেননি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচেও।
দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলতে নেমে লিগে সবশেষ ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় মায়ামি। মেসিকে ছাড়া সাম্প্রতিক সময়ে দল যেভাবে খেলেছে তাতে অনেক কিছু পরিবর্তন করতে হবে জানিয়ে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বলেন, “প্রতিদ্বন্দ্বিতা করতে এবং আঁটসাঁট একটি দল হয়ে উঠতে অনেক কিছু বদলাতে হবে আমাদের। সবগুলো ম্যাচ ও টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”
এবারের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটির সঙ্গে মায়ামির মুখোমুখি লড়াইয়ের চিত্র বড্ড একপেশে। দুই দলের সবশেষ ১০ ম্যাচে নিউ ইয়র্কের জয় ৮টি, মায়ামির ১টি। তবে চলতি মৌসুমে লিগে এখনও পর্যন্ত বেশ ধুঁকছে নিউ ইয়র্ক। পাঁচ ম্যাচে জয় কেবল একটিতে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে। অন্যদিকে, মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে মেসির মায়ামি।
মন্তব্য করুন: