১০ বছর পর ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল বায়ার্ন

৩১ মার্চ ২০২৪

১০ বছর পর ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল বায়ার্ন

জার্মান বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে যেন জিততেই ভুলে গেছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে এবার সেই জয়ের খরা কাটিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দলটি। বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে ১০ বছর পর আলিয়াঞ্জ অ্যারেনায় জয় তুলে নিয়েছে ডর্টমুন্ড। একই সঙ্গে ১১ মৌসুম পর শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকেই গেছে বায়ার্ন।

শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ডর্টমুন্ডের বিপক্ষে এক অচেনা বায়ার্নকে দেখে স্বাগতিক সমর্থকরা। ম্যাচের দশম মিনিটেই তরুণ জার্মান ফরোয়ার্ড কারিম আদেইয়েমির গোলে পিছিয়ে পড়ে তারা। আগের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ বার বল পাঠালেও এদিন বেশ নিষ্প্রভ ছিল বায়ার্নের আক্রমণ। গোলের জন্য ১৩টি শট নিলেও জালে জড়াতে পারেন একটিও। উল্টো ম্যাচের ৮৩তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা।

এর আগে লিগে সবশেষ ২০১৪ সালের এপ্রিলে ইয়ুর্গেন ক্লপের অধীনে বায়ার্নের মাঠে তাদের ৩-০ গোলে হারিয়েছিল ডর্টমুন্ড।

চলতি মৌসুমের শুরু থেকেই অধারাবাহিক পারফরম্যান্সে ভুগতে থাকা বায়ার্নের আসরে এটি পঞ্চম হার। ম্যাচ হারের পর আনুষ্ঠানিকভাবে মৌসুমের চমক বায়ার লেভঅরকুজেনের সঙ্গে শিরোপা লড়াই শেষ হওয়ার ঘোষণা দিয়ে বায়ার্ন কোচ টমাস টুখেল বলেন, “অবশ্যই এটি শেষ। আজকের ম্যাচের পর পয়েন্ট গণনা করার আর দরকার নেই। এটা এখন কত? লেভারকুজেনকে অভিনন্দন।”

২০১২-১৩ মৌসুমে শিরোপা জয়ের পর গত ১১ মৌসুমের বুন্ডেসলিগার শিরোপা ঘরে তোলে বায়ার্ন। লিগে রেকর্ড ৩৩ শিরোপা জয়ও তাদের। 

দিনের অপর ম্যাচে হফেনহাইমের বিপক্ষে হারতে বসেছিল লেভারকুজেন। তবে শেষ সময়ে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকল শাবি আলোনসোর জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া দলটি।

প্রথমবারের মতো বুন্ডেসলিগা জয়ের অপেক্ষায় থাকা লেভারকুজেন ২৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন। আর সমান সংখ্যাক ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার চারে ডর্টমুন্ড।

মন্তব্য করুন: