রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

৩১ মার্চ ২০২৪

রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে মাঠে নেমে তেমন সুবিধা করতে না পারলেও ক্লাব ফুটবলে ফিরেই যেন আবারও ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার দুর্দান্ত হ্যাটট্রিকে সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে আল-নাসের।

শনিবার ঘরের মাঠে অবনমন অঞ্চলের দল আল তাইয়ের বিপক্ষে - গোলের জয় পায় আল-নাসের। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক তুলে নেন রোনালদো।

প্রথমার্ধে - গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসের। বিরতির পর ৬৪তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিন মিনিটের মাথায় আবারও বল জালে জড়ান তিনি। আর ৮৭তম মিনিটে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

আল-নাসেরের হয়ে ৫৮ ম্যাচে রোনালদোর এটি চতুর্থ হ্যাটট্রিক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সৌদি দলটির হয়ে এখন পর্যন্ত রোনালদোর গোল ৩৩টি।  

তবে এদিন মাঠে নামার আগে বেশ সমালোচনার মধ্যে ছিলেন রোনালদো। গত বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার কাছে - গোলে হারে পর্তুগাল। আগের ম্যাচে না খেলা রোনালদো এই ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামেন। দল হারের পর সমালোচনার কেন্দ্রে ছিলেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই তারকা। কেননা, তাকে ছাড়াই আগের ম্যাচে সুইডেনকে - গোলে বিধ্বস্ত করেছিল পর্তুগিজরা। রোনালদো না থাকলে দলের ভারসাম্যও ঠিক থাকে বলে দাবি তোলেন অনেকেই।

দুর্দান্ত এই হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লেখেন, “এভাবেই আমরা কাজটা করি। অসাধারণ জয় এবং আরও একটি হ্যাটট্রিক।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে আল-নাসের। সমান ম্যাচে শীর্ষে থাকা আল-হিলালের পয়েন্ট ৭১।

মন্তব্য করুন: