এমবাপ্পেকে নিয়ে প্রতি সপ্তাহে একই প্রশ্নে বিরক্ত পিএসজি কোচ

১ এপ্রিল ২০২৪

এমবাপ্পেকে নিয়ে প্রতি সপ্তাহে একই প্রশ্নে বিরক্ত পিএসজি কোচ

মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হওয়ার পর থেকেই দলটির হয়ে পুরো ম্যাচে মাঠে থাকা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। প্রত্যেক ম্যাচেই হয় বদলি হয়ে মাঠে নামছেন অথবা সময় বাকি থাকতেই তাকে তুলে নিচ্ছেন লুইস এনরিকে। তবে প্রতি সপ্তাহে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেছেন পিএসজি কোচ।

রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানে চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের মাঠে ম্যাচের ৬৫তম মিনিটে এমবাপ্পেকে তুলে নেন এনরিকে। তবে কোচের সিদ্ধান্তে কিছুটা হতাশ হতে দেখা যায় ফরাসি তারকাকে। সে সময় - গোলে এগিয়ে ছিল পিএসজি।

শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে নামা পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোসের গোলে ১০ জনের দল নিয়ে - গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৩তম মিনিটে অপর গোলটি করেন আরেক পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া।

লিগে সবশেষ ম্যাচের ৫টিতেই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি এমবাপ্পে। মূলত গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে যাওয়া বিষয়ে খবর প্রকাশের পর থেকেই এমবাপ্পেকে পুরো সময় খেলাচ্ছেন না এনরিকে। আর প্রতি সপ্তাহে এই একই বিষয় নিয়ে প্রশ্নের জবাব দিতে দিতে বিরক্ত হয়ে গেছেন এই স্প্যানিশ কোচ।  

ম্যাচ শেষে প্রাইম ভিডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ বিরক্তি নিয়েই এনরিকে বলেন, “মানুষ আমার সিদ্ধান্তের সঙ্গে একমত নয়? তাতে আমার কিছু আসেযায় না। প্রতি সপ্তাহে একই কথা। সেই একই গান। এটা বিরক্তিকর।

আমি দলের কোচ, আমিই প্রতি সপ্তাহে সিদ্ধান্ত নিয়ে থাকি। পিএসজির জন্য আমি নিজের সেরাটাই করব। প্যারিসে নিজের শেষ দিন পর্যন্ত আমি সেটা করব।

তবে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপ্পের পিএসজিতে থাকার বিষয়ে বেশ আশাবাদী ছিলেন এনরিকে। এই মৌসুমে তারা চারটি শিরোপা জিততে পারলে দলের সবচেয়ে বড় তারকা প্যারিসেই থাকবেন বলে জানান পিএসজি কোচ।

আমি সব সময় আশাবাদী যে কিলিয়ান (এমবাপ্পে) তার মন বদলাবে। এখন পর্যন্ত সে কিছুই বলেনি। সে তার মন বদলাতেও পারে। ভাবুন, যদি আমরা মৌসুমে চারটা ট্রফি জিততে পারি এবং মৌসুম শেষে সে সিদ্ধান্ত নিল যে প্যারিসে থেকে যাবে। এমনটা হতেও তো পারে, দেখা যাক।

মন্তব্য করুন: