ছোটখাট দলের বিপক্ষে খেলতে আর ভালো লাগছে না মার্তিনেসের

১ এপ্রিল ২০২৪

ছোটখাট দলের বিপক্ষে খেলতে আর ভালো লাগছে না মার্তিনেসের

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে র‌্যাঙ্কিংয়ের নিচের দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলে আসছে আর্জেন্টিনা। এই নিয়ে আলোচনাও হয়েছে বেশ। তবে ছোট দলগুলোর সঙ্গে খেলা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন এমিলিয়ানো মার্তিনেস। দলটির বিশ্বকাপজয়ী গোলরক্ষকের কণ্ঠে ঝরেছে আন্তর্জাতিক ফুটবলে বড় দলগুলোর বিপক্ষে খেলতে না পারার আক্ষেপও।

গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল মাঠে নামে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড স্পেনের বিপক্ষে। ইংলিশদের - গোলে হারালেও স্পেনের সঙ্গে - গোলে ড্র করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, একই সময়ে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলে অপেক্ষাকৃত দুর্বল কোস্টা রিকা এল সালভাদরের বিপক্ষে। দুই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা ৩টি করে মোট গোল দেয়।

তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হয় বেশ। অনেকেই মন্তব্য করেন, এল সালভাদরের বিপক্ষে জয়ের চেয়ে স্পেনের মতো শক্তিশালী দলের সঙ্গে ব্রাজিলের ড্র বেশি গুরুত্ব রাখে।

সম্প্রতি আর্জেন্টিনার ডি স্পোর্টস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেস জানান, ছোট দলগুলোর বিপক্ষে খেলার চেয়ে ইংল্যান্ড বা স্পেনের মতো দলের বিপক্ষে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে বড় দলগুলোর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে পারলে সেটিই তাদের জন্য আদর্শ প্রস্তুতি হতো বলে মত দেন তিনি।

এল সালভাদরকে ছোট না করেই বলছি, বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো লাগত। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল। কিন্তু তাদের (এল সালভাদর কোস্টা রিকা) সঙ্গেও আমাদের নিজেদের সেরাটা দিয়েই খেলতে হয়েছে। আমরা এল সালভাদরের বিপক্ষে খেলছি না মারাকানায় ব্রাজিলের বিপক্ষে নাকি লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলছি সেটা ব্যাপার নয়। সব ম্যাচই আমাদের একইভাবে খেলতে হয়েছে।

অবশ্য ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গোলরক্ষক ভুল কিছু যে বলেছেন তাও কিন্তু নয়। কাতার বিশ্বকাপের পর থেকে তারা প্রীতি ম্যাচ খেলেছে পানামা, কুরাসাও, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে। সবশেষ দু্ই প্রতিপক্ষের ফিফা র‌্যাঙ্কিংও বেশ পেছনে, কোস্টা রিকা (৫৪) এল সালভাদর (৮১)

আগামী জুনে কোপা আমেরিকা শুরুর আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটির প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি নাইজেরিয়া এবং অপরটির র‌্যাঙ্কিংয়ে ১০৫ নম্বর দল গুয়েতেমালা।

মন্তব্য করুন: