কারাগারে রবিনিও পেয়েছেন ফুটবল মাঠ, সবজির বাগান

৩ এপ্রিল ২০২৪

কারাগারে রবিনিও পেয়েছেন ফুটবল মাঠ, সবজির বাগান

ইতালিতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে নিজ দেশ ব্রাজিলে কারাদণ্ড ভোগ করছেন রবিনিও। ব্রাজিলের এই সাবেক তারকার ৯ বছরের সাজা হয়েছে। সাও পাওলো রাজ্যের ট্রেমেম্ব শহরের ড. হোসে অগাস্তো সালগাদো নামের কারাগারে তিনি সাজা ভোগ করছেন। রবিনিওর কারাজীবন নিয়ে সাধাণ মানুষের কৌতুহল থাকতেই পারে। সেটাই মেটানোর চেষ্টা করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো

নিয়মানুযায়ী কারাজীবনের শুরুতে একজন কয়েদিকে কয়েকদিন একাকী আইসোলেশনে থাকতে হয়। রবিনিওর ক্ষেত্রে গত রোববার আইসোলেশন শেষ হয়েছে। এখন তাকে বাকি বন্দিদের সঙ্গে যৌথ কারাগারে রাখা হয়েছে। কারাগারে রবিনিও এখন ফুটবল খেলার পাশাপাশি নানা ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন। জেল কোড মেনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করতে পারবেন।

সাও পাওলোর কেন্দ্র থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটিতে বন্দিদের নিয়ে ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। রবিনিও তাই নিজের জগতে থাকতে পারবেন। এছাড়া কারাগারটিতে আছে লাইব্রেরি, খেলার ঘর, গির্জা এবং সবজির বাগান। আটক থাকা অন্য বন্দীরা যেসব কাজ করতে পারেন, রবিনিও নিয়ম মেনে এখন থেকে সেসব কাজে অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, ১৯৫৫ সালে এই কারাগারটি স্থাপন করা হয়েছিল। গাছপালায় আচ্ছাদিত কারাগারটির সাধারণ সেলের দৈর্ঘ্য ৮ বর্গমিটার। প্রতিটি সেলে ছয়জন বন্দী রাখা হয়। মোট ২৯৬ জন বন্দি একসঙ্গে এই কারাগারে থাকতে পারেন। রবিনিওর আগে ব্রাজিলের বিখ্যাত চিকিৎসক রজার আবদেলমাসিয়াহ এবং ব্যবসায়ী মার্কোস ভালেরির মতো সমাজের উঁচু স্তরের ব্যক্তিরা অপরাধ করে এই জেলে সাজা ভোগ করছেন।

মন্তব্য করুন: