মেসিকে ১০ মিনিটের জন্য হলেও মাঠে পেতে মরিয়া মায়ামি
৬ এপ্রিল ২০২৪
গত মাসের মাঝামাঝি সময় থেকে চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে গত বুধবার ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন মহাতারকার মাঠে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত গ্যালারিতে বসেই দলের হার দেখতে হয়েছে তাকে। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া টানা ৩ ম্যাচ জয়হীন মায়ামি পরের ম্যাচে মেসিকে ১০ মিনিটের জন্য হলেও মাঠে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ।
বাংলাদেশ সময় রোববার ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচ দিয়ে মেসি মাঠে ফিরবেন কি না, অধীর আগ্রহে সেদিকেই তাকিয়ে আছেন সমর্থকরা। আশার কথা হলো, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে নিয়েই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ জেরার্দো মার্তিনো।
তবে ম্যাচে মেসি মাঠে নামলেও ঠিক কতক্ষণ খেলতে পারবেন তা এখনও নিশ্চিত করতে পারেনি মায়ামি কর্তৃপক্ষ। মেসির ফিটনেসের সবশেষ অবস্থা জানাতে গিয়ে দলের সহকারী কোচ শাভি মোরালেস বলেন, “সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব আজ সে কেমন বোধ করে। এরপর শনিবারের (বাংলাদেশ সময় রোববার ভোর) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। কখনও কখনও বিষয়টা নির্ভর করে সে কেমন বোধ করছে তার ওপর। সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।”
“আমরা অনুশীলনে দেখব সে কেমন বোধ করে। যদি সে ভালো বোধ করে, আমি নিশ্চিত যে তাতা (কোচ জেরার্দো মার্তিনো) তাকে বিবেচনায় নেবে। সেটা যদি ১০, ১৫ অথবা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। আমরা তাকে পেতে চাই। তার জন্য আমরা সর্বোচ্চটা করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কালকের ম্যাচের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব, এরপর বুধবার কী হবে দেখা যাবে।”
গত ১৩ মার্চ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ৫০ মিনিটে পা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর ডান হ্যামস্ট্রিংয়ে চোটে ধরা পড়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। খেলতে পারেননি আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচেও। তাকে ছাড়া শেষ ৪ ম্যাচের ৩টিতে জয়ের মুখ দেখেনি মায়ামি।
আগামী বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মন্টেররেইয়ের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এর আগে ঘরের মাঠে মেসিবিহীন প্রথম লেগে মেক্সিকোর কাছে ২-১ গোলে হারে তারা।
গত বছর জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। এরপর থেকেই বিশ্বকাপজয়ী এই তারকার প্রভাবে বেশ বদলে গেছে দলটি। দলটির হয়ে মেসির খেলা ১৯ ম্যাচের ১১টিতেই জয় মায়ামির আর ড্র ৬টি। অন্যদিকে, মেসিকে ছাড়া ১২ ম্যাচে দলটির জয় কেবল ২টিতে এবং হার ৭টি।
মন্তব্য করুন: