মেসির বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ
৬ এপ্রিল ২০২৪
বল পায়ে দুর্ধর্ষ লিওনেল মেসি মাঠ ও মাঠের বাইরে বিনয়ী হিসেবে সুপরিচিত। ব্যক্তিজীবনেও পরিপাটি মানুষ। সেই মেসিই নাকি কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন! সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন।
মন্টেরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২–১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। সেদিন মেসির খেলার কথা থাকলেও চোট থেকে সেরে না ওঠায় মাঠে নামা হয়নি। গ্যালারিতে বসেই ম্যাচটি দেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। এর মাঝেই তিনি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ।
যুক্তরাষ্ট্রের মিডিয়া ধারণা করছে, ম্যাচের আগে মন্টেরে কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যকে ঘিরেই নাকি মেসি মেজাজ হারান। মন্টেরের ওই কোচ ম্যাচের আগে বলেছিলেন, “আমি আশা করি ছেলেরা বুঝবে যে এটা আরেকটি খেলা। তারা বুঝবে যে মেসিও শুধু আরেকজন খেলোয়াড়।”
বিষয়টি নিয়ে ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেসকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, “বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।”
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছে, মন্টেরে মেসির আচরণের পরিপ্রেক্ষিতে ইন্টার মায়ামির বিরুদ্ধে কনক্যাকাফে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামও দেওয়া হয়েছে। আগামী বুধবার মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ দিয়ে মেসির মাঠে ফেরার কথা।
মন্তব্য করুন: