ফিফা থেকে আসবে মেয়ে ফুটবলারদের বেতন

৭ এপ্রিল ২০২৪

ফিফা থেকে আসবে মেয়ে ফুটবলারদের বেতন

দীর্ঘদিন ধরেই বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। স্থায়ী কোনো মাধ্যম না থাকায় তাদের নিয়মিত পারিশ্রমিক পাওয়া নিয়েও শঙ্কা ছিল। তবে এবার এই সমস্যার স্থায়ী সমাধান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন থেকে ফিফার বার্ষিক অনুদান থেকে বাফুফেকে মেয়ে ফুটবলারদের বেতন দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিষয়টি নিয়ে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানান, ফিফার অনুদান থেকে আগে মেয়েদের বেতন দেওয়ার কোনো নিয়ম ছিল না। বাফুফে যেন সেই বার্ষিক অনুদান থেকে মেয়ে ফুটবলারদের বেতন দিতে পারে সেজন্য তাদের চিঠি দিয়েছিল বাফুফে। ফিফা সেই অনুমোদন দেওয়ায় খেলোয়াড়দের বেতন নিয়ে যে সমস্যা ছিল তা সমাধান হয়েছে।

এর আগে বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে অনুশীলন বর্জন করেছিলেন ২০২২ সালে দেশকে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো ফুটবলাররা। পরে শীর্ষ পর্যায়ের ৩১ ফুটবলারের সঙ্গে গত বছরের আগস্টে চুক্তি করে বাফুফে। গত বছরের সেপ্টেম্বরে কার্যকর হওয়া সেই চুক্তির মেয়াদ ছিল ৬ মাস

গত মাসে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে আবারও নতুন করে চুক্তি আওতায় আনা হবে। নতুন চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা বারলেও বেতনের পরিমাণ আগের মতোই থাকার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

আগের চুক্তি অনুযায়ী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ ফুটবলার মাসে  পেতেন ৫০ হাজার টাকা করে। ১০ জনের বেতন ছিল মাসে ৩০ হাজার, জনের ২০ হাজার এবং ২ জনের ছিল ১৮ হাজার টাকা করে। সব মিলিয়ে খেলোয়াড়দের বেতনের পেছনে বাফুফের মাসিক খরচ ছিল ১১ লাখ টাকার কিছু বেশি। সেই অর্থ পরিশোধে প্রায়শই হিমশিম খেত ফেডারেশন। তবে ফিফার অনুদান থেকে বেতন দেওয়া যাবে বলে এখন আর বেতন বকেয়া থাকবে না বলে আশা করছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

মন্তব্য করুন: