মেসি-রোনালদোকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা শোনালেন আর্জেন্টাইন ফুটবলার
৮ এপ্রিল ২০২৪
বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সাক্ষাতের স্বপ্ন দেখেন বর্তমান প্রজন্মের অনেক ফুটবলারই। কেউ হয়তো সুযোগও পেয়েছেন এই দুই মহাতারকার সঙ্গে মাঠে নামার কিংবা একই ড্রেসিংরুমে সময় কাটানোর। কিন্তু খুব অল্প সংখ্যক খেলোয়াড়ই আছেন যারা এই দুই কিংবদন্তির সতীর্থ হওয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তাদেরই একজন হলেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার মাতিয়াস সউলে।
মাত্র ২০ বছর বয়সেই স্মৃতির সংগ্রহশালায় অনন্য এক অভিজ্ঞতা জমিয়েছেন সউলে। রোনালদোর সঙ্গে খেলেছেন ইউভেন্তুসে। তবে মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে মাঠে নামার সুযোগ না পেলেও ২০২২ সালে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। সেবার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য সউলে আর্জেন্টাইন দলে ডাক পান।
সম্প্রতি ইএসপিএন ফ্যানসের এক অনুষ্ঠানে ফুটবলের সবচেয়ে বড় দুই তারকার সঙ্গে সময় কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগাভাগি করেন ২০ বছর বয়সী সউলে। স্মৃতিচারণ করেন রোনালদোর সঙ্গে ২০২০-২১ মৌসুম ইউভেন্তুসে কাটানোর কথা। আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে প্রথমবার হাত মেলানোর পর তা আর না ধুতে চাওয়ার অনুভূতিও প্রকাশ করেন এই মিডফিল্ডার।
রোনালদোকে নিয়ে সউলে বলেন, “সে কত ভালো মানুষ, তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমি তাকে চিনতাম না। কিন্তু তার সম্পর্কে যা বলা হতো, তা শুনেছি। সে জিনিয়াস। আমার মনে আছে, একদিন আমরা খেতে গিয়েছিলাম এবং সে আমার পাশে বসেছিল। আমি তার সঙ্গে কথাই বলিনি। কিন্তু সবাই চলে যাওয়ার পর সে আমার সঙ্গে কথা বলেছে। সে তার গাড়ি আর মাদ্রিদের জীবন নিয়ে অনেক কিছু বলেছে।”
পর্তুগিজ মহাতারকার সঙ্গে এক মৌসুমে খেলার পর ২০২২ সালে জাতীয় দলে ডাক পান সউলে। তবে সে সময় আর্জেন্টিনা দলের হয়ে অভিষেক না হলেও মেসিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা এই তরুণের মনে এখনও তরতাজা।
“আমি একটু দেরিতে পৌঁছেছিলাম। আমি যখন কক্ষে ঢুকি, সে–ই এগিয়ে এসে হ্যালো বলেছিল। আমি বলেছিলাম, আমি আর কখনো আমার হাত ধোবো না...আমি খুব বেশি কথা বলিনি। কিন্তু সে খুব ভালো মানুষ।”
মন্তব্য করুন: