রোনালদোর লাল কার্ড, সুপার কাপ থেকে আল-নাসেরের বিদায় (ভিডিওসহ)

৯ এপ্রিল ২০২৪

রোনালদোর লাল কার্ড, সুপার কাপ থেকে আল-নাসেরের বিদায় (ভিডিওসহ)

সৌদি সুপার কাপের সেমি-ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট শেষ হতে তখন আরও কয়েক মিনিট বাকি। আল-হিলালের কাছে ২-০ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল আল-নাসের। ঠিক তখনই প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এতেই সরাসরি লাল কার্ড দেখে আল-নাসের অধিনায়ককে মাঠ ছাড়তে হয়েছে।

দলের সবচেয়ে বড় তারকা মাঠ ছাড়ার পরেও ১০ জনের দল নিয়ে লড়াই চালিয়ে এক গোল শোধ করে আল-নাসের। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সাদিও মানের করা গোলটি শুধু ব্যবধানই কমিয়েছে। আসর থেকে বিদায় নেওয়ায় চলতি মৌসুমেও ট্রফিবিহীন থাকা অনেকটাই নিশ্চিত হয়ে গেল রোনালদোর দলের। সৌদি প্রো লিগেও আল-হিলালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে আছে আল-নাসর।

সোমবার আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের ৮৬তম মিনিটে রোনালদোর লাল কার্ডের ঘটনা ঘটে। বল সাইডলাইনের বাইরে যাওয়ার পর ছুটে গিয়ে বল নেন রোনালদো। তার সামনে গিয়ে বাধা দেওয়া কিংবা গতি রোধ করার চেষ্টা করেন আল-হিলাল ডিফেন্ডার আলী আলবুলাইহি। এক পর্যায়ে তাকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো। সঙ্গে সঙ্গে সৌদি আরবের এই ফুটবলার মাঠে পড়ে যান। রেফারি ছুটে এসে লাল কার্ড দেখান রোনালদোকে।

রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে তখন হাত মুষ্টিবদ্ধ করে তার দিকে ঘুষি দেওয়ার মতো ভঙ্গি করেন এই আল-নাসের তারকা। তবে সে সময় রেফারি উল্টো দিকে ঘুরে ছিলেন। পরে রেফারির সঙ্গে তর্ক করে মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে তাকিয়ে রেফারিকে ইঙ্গিত করে তালি দেওয়াসহ বেশ ব্যঙ্গ করতে দেখা যায় পর্তুগিজ তারকাকে।

অবশ্য ম্যাচের শুরুতে দলকে এগিয়ে দেওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ১৭তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে বল মারেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ৬১ ও ৭২তম মিনিটে দুই গোল করে এগিয়ে যায় আল-হিলাল। আগামী বৃহস্পতিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ করিম বেনজেমার আল-ইত্তিহাদ।

মন্তব্য করুন: