শেষ কবে ব্যথা ছাড়া ফুটবল খেলেছেন, মনে নেই জেসুসের

৯ এপ্রিল ২০২৪

শেষ কবে ব্যথা ছাড়া ফুটবল খেলেছেন, মনে নেই জেসুসের

ফুটবলারদের চোট আর আঘাতের সঙ্গে লড়াই নতুন কিছু নয়। অনেক ফুটবলারই ছোটখাট চোট নিয়ে মাঠে নামেন। সেটা একসময় বড় হয়ে ওঠে। অনেকের ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। যেমন গ্যাব্রিয়েল জেসুস। চোটের কারণে গত এক বছরের বেশি সময় ধরে টানা খেলতে পারছেন না এই ব্রাজিল তারকা। কিন্তু কেন?

২০২২ কাতার বিশ্বকাপে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়েন জেসুস। এরপর থেকে বারবার সেই হাঁটুর চোটে আক্রান্ত হয়েছেন এই আর্সেনাল তারকা। সুস্থ হয়ে মাঠে ফেরার পর ফের চোট হানা দিয়েছে। এবার ব্রাজিলিয়ান তারকা জানালেন আরও বড় ভয়ের খবর। গত প্রায় দেড় বছর ধরে তিনি নাকি খেলছেন ব্যথা নিয়েই!

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচের আগে ২৭ বছর বয়সী স্ট্রাইকার জেসুসকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে। তাই বায়ার্নের বিপক্ষে তার খেলা নিশ্চিত। 

ম্যাচটির আগে নিজের চোট নিয়ে জেসুস বলেন, “এখনও মাঝেমধ্যে আমি এটা (হাঁটুর ব্যথা) অনুভব করি। শেষ কবে আমি কোনোরকম ব্যথা ছাড়া ফুটবল খেলেছি, মনে পড়ে না, দুর্ভাগ্যবশত, আমি কিছু সমস্যায় ছিলাম এবং মানুষ সেসব দেখতে পায় না। তবে, মানসিকভাবে আমি দৃঢ় থাকার চেষ্টা করি।”

মন্তব্য করুন: