মেসির নৈপুণ্যে মায়ামির জয়
১৪ এপ্রিল ২০২৪
মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসিকে ছাড়া বেশ নড়বড়ে অবস্থানে ছিল ইন্টার মায়ামি। চোট থেকে ফিরে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেও দলকে জেতাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। এবার খেললেন শুরু থেকেই। মেসির নৈপুণ্যে ক্যানসাস সিটিকে ৩-২ গোলে হারিয়েছে জেরার্দো মার্তিনোর দল।
রোববার ক্যানসাসের ঘরের মাঠে প্রায় ৭৩ হাজার দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই উজ্জ্বল ছিলেন মেসি। ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ার পর আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার কল্যাণে সমতায় ফেরে মায়ামি। ১৮তম ডি-বক্সের বেশ বাইরে থেকে মেসির দারুণ এক পাসে গোল করেন দিয়েগো গোমেস।
বিরতির পর দলকে এগিয়ে দেন মেসি। ৫১তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে মিনিট সাতেক পরে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৭১তম মিনিটে গোমেসের পাস থেকে বল সহজেই জালে জড়িয়ে ক্যানসাস সমর্থকদের উল্লাস থামিয়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস।
এর আগে চোট কাটিয়ে গত ৭ এপ্রিল কলোরাডোর বিপক্ষে এমএলএসের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে মেসি গোল করলেও ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। ক্যানসাসের বিপক্ষে এই জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে মায়ামি।
মন্তব্য করুন: