সিটি-বার্সার বিপক্ষে ম্যাচের আগে ৩ পয়েন্ট পেয়ে স্বস্তিতে রিয়াল
১৪ এপ্রিল ২০২৪
আগামী এক সপ্তাহে রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে বেশ কঠিন দুই প্রতিপক্ষ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা। এর তিন দিন পর স্প্যানিশ লা লিগায় লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে লিগে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোচ কার্লো আনচেলত্তি।
সামনের এই দুই ম্যাচের কথা মাথায় রেখে শনিবার মায়োর্কার মাঠে একাদশে গুরুত্বপূর্ণ কয়েকজনকে ছাড়াই খেলতে নামে রিয়াল। জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয় আনচেলত্তির দলকে। ৪৮তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
মায়োর্কার বিপক্ষে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট না হলেও পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় খুশি আনচেলত্তি। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, “দল খুবই আঁটসাঁট ও নির্ভরযোগ্য ছিল মাঠে। ম্যাচের পুরোটা সময় আমরা খুব ভালো খেলতে পারিনি। তবে দল হাল ছাড়েনি এবং লড়াই করেছে।”
শনিবার কাদিসের সঙ্গে বার্সেলোনাও ১-০ গোলের জয় পেয়েছে। ফলে, বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে রিয়ালের ব্যবধান এখনও ৮ পয়েন্টই আছে। ৩১ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আনচেলত্তির দল, ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
এল ক্লাসিকোর আগে এই ব্যবধান ধরে রাখার গুরুত্বের কথা জানিয়ে রিয়াল কোচ বলেন, “এল ক্লাসিকোর আগে আমাদের ব্যবধান ধরে রাখাটা জরুরি ছিল। মায়োর্কার মাঠে জয় আদায় করাটা সবসময়ই কঠিন।”
তবে বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের আগে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠতে সিটির মাঠে কঠিন বাধা পেরুতে হবে রিয়ালকে। ইতিহাদ স্টেডিয়ামে খেলা ৫ ম্যাচের কোনোটাতেই জয় পায়নি আসরের সবচেয়ে সফল দলটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ড্র হয় ৩-৩ গোলে।
মায়োর্কার ম্যাচে জয় দলকে সিটির বিপক্ষে লড়াইয়ে আত্মবিশ্বাস জোগাবে জানিয়ে আনচেলত্তি বলেন, “এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিরোপার আরও এক ধাপ কাছে এগিয়েছি আমরা। বেশ ভালো একটি সময় কাটছে আমাদের এবং এখন বুধবারের ম্যাচ (সিটির বিপক্ষে) নিয়ে ভাবতে পারব আমরা। নিজেদের গুছিয়ে নেওয়ার সময় যথেষ্টই আছে।”
মন্তব্য করুন: