এক ম্যাচে মেসির ছেলে মাতেওর ৫ গোল (ভিডিওসহ)
১৫ এপ্রিল ২০২৪
ইউরোপের পাট চুকিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন মহাতারকার তিন ছেলেও নাম লিখিয়েছেন ক্লাবটির একাডেমিতে। দলটির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছেন মেসির ভবিষ্যৎ প্রজন্মরা। সেখানেই এক ম্যাচে পাঁচ গোল করেছেন তার মেজ ছেলে মাতেও।
বর্তমানে আর্জেন্টিনায় তরুণ প্রতিভাবান কোনো ফুটবলারের আবির্ভাব হলেই তার নাম দেওয়া হয় ‘নতুন মেসি’। তবে সেই খেলোয়াড়রা ভবিষ্যতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের মতো হতে পারবে কি না তা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু মাতেওর খেলার ধরন দেখে অনেকেই হয়তো বলতে পারেন মেসির ঘর থেকেই আসবে ‘নতুন মেসি’।
মায়ামির অনূর্ধ্ব–৯ দলের হয়ে খেলা ম্যাচের ভিডিওতে দেখা যায়, বাবা মেসির মতোই ফ্রি-কিক থেকে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করেন মাতেও। এছাড়াও বল পেয়ে একাধিক খেলোয়াড়কে পাশ কাটিয়েও বল জালে জড়ান তিনি।
Mateo Messi scores 5️⃣ goals for Inter Miami U9 ?? @veotechnologies pic.twitter.com/p8D5H5GUVw
— 433 (@433) April 13, 2024
গোল করে বাবার মতো উদযাপন করতেও ভুলেননি মাতেও। ফ্রি-কিক থেকে গোল করে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুড়ে দিয়েছে উড়ন্ত চুমো। তবে মেসির সঙ্গে তার মেজ ছেলের অমিল হয়তো এক জায়গাতেই। মেসি বাঁ পায়ের খেলোয়াড় হলেও মাতেও খেলে ডান পায়ে। ফ্রিক–কিকে গোলসহ ৫টি গোলই করেন ডান পায়ে।
মেসির ছেলেদের ফুটবল মাঠের কীর্তির জন্য আলোচনায় আসার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ১১ বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে আলোচনায় আসেন বেশ কয়েকবার। চলতি মাসের শুরুর দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামির অনূর্ধ্ব–১২ দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন মেসির বড় ছেলে।
মন্তব্য করুন: