জোড়া গোল করে মায়ামিকে জিতিয়ে মেসির অনন্য কীর্তি
২৮ এপ্রিল ২০২৪
মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোল উৎসব চলছেই। আগের ম্যাচেই ন্যাশভিলের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এবার নিউ ইংল্যান্ড রেভলুশনের মাঠে জোড়া করে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন ৪-১ গোলের বড় ব্যবধানে। দলের সব গোলেই অবদান রাখা আর্জেন্টাইন এই মহাতারকা গড়েছেন অনন্য এক রেকর্ডও।
বাংলাদেশ সময় রোববার ভোরে ঘরের মাঠে প্রায় ৬৫ হাজার দর্শকের সামনে ম্যাচের ৩৭তম সেকেন্ডেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। তবে ৩২তম মিনিটে বক্সের ভেতর পাওয়া বল থেকে বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরান মেসি। বিরতির পর বার্সেলোনার সাবেক সতীর্থ সের্হিও বুসকেতসের অসাধারণ এক থ্রু বলে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মায়ামি অধিনায়ক।
এরই সঙ্গে চলতি মৌসুমে গোলদাতাদের তালিকায় নিজেকে সবার উপরে নিয়ে যান মেসি। লিগে ৭ ম্যাচে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার গোল সংখ্যা এখন ৯টি। এর মধ্যে জোড়া গোলের দেখা পেয়েছেন তিন ম্যাচে।
তবে এদিন গোলদাতাদের তালিকার শীর্ষে ওঠা ছাড়াও আরও এক বড় কীর্তি গড়েন মায়ামির সবচেয়ে বড় তারকা। এমএলএসের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৫ ম্যাচে একাধিক গোলে অবদান রাখলেন মেসি। শুধু তাই নয়, যে কোনো মৌসুমের প্রথম ৭ ম্যাচে সর্বোচ্চ ১৬ গোলে অবদান রাখার কীর্তিও গড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চলতি মৌসুমে ৯ গোল ছাড়াও ৭ গোলে সহায়তা করেন তিনি।
ম্যাচের ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ পান মেসি। তবে মেসির জোরালো শট দুর্দান্তভাবে ফিরিয়ে দেন নিউ ইংল্যান্ড গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাস্কি।
মিনিট পাঁচেক পরেই স্কোরশিটে নাম তোলেন লুইস সুয়ারেস। বক্সের মাথা থেকে মেসির বাড়ানো বল দারুণ এক শটে জালে জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। লিগে ৩৭ বছর বয়সী এই ফুটবলারের এটি সপ্তম গোল।
এই জয়ে ১১ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ১৭ পয়েন্ট নিয়ে তিনে নিউ ইয়র্ক রেড বুলস।
পরের ম্যাচে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে রেড বুলসের মুখোমুখি হবে মায়ামি।
মন্তব্য করুন: