বায়ার্নের বিপক্ষে ড্র করেও দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট আনচেলত্তি
১ মে ২০২৪
চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ উত্তাপ ছড়িয়েছিল। সমানে সমান লড়াই চালিয়ে দর্শকদেরও দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ দুই দল। তবে তাদের প্রথম লেগের মহারণে জেতেনি কেউই। ভিনিসুস জুনিয়রের জোড়া গোলে ড্র নিয়ে বায়ার্নের মাঠ ছেড়েছে রিয়াল। কিন্তু দলের এমন পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি কোচ কার্লো আনচেলত্তিকে।
মঙ্গলবার রাত অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের দাপট সামলে ২৪তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসুস। কিন্তু বিরতির পর চার মিনিটের ঝড়ে সেই ব্যবধান হারিয়ে পিছিয়ে পড়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। ৫৩তম মিনিটে লেরয় সানে এবং ৫৭তম মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান ভিনিসুস।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে এগিয়ে যাওয়ার পরেও দলের পারফরম্যান্সে ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করেন আনচেলত্তি। বিশেষ করে প্রথমার্ধের বেশির ভাগ সময় রক্ষণভাগে বেশি মনোযোগ দেওয়ার সমালোচনা করেন রিয়াল কোচ।
“ম্যাচের ফল ভালো তবে এই ধরনের খেলায় আমাদের আরও ভালো করা উচিত ছিল। বায়ার্ন তাদের সেরাটা দিয়েছে। আমরা তা পারিনি। আগামী সপ্তাহে আমাদের খেলায় উন্নতি করতে হবে। প্রথমার্ধে আমরা রক্ষণ সামলালেও খুব একটা ক্ষিপ্রতা ছিল না। দ্বিতীয়ার্ধে তারা যখন এগিয়ে গেল তখন আমরা চড়াও হতে শুরু করি। তবে তা যথেষ্ট ছিল না।”
এদিন বল দখলে দু’দল সমানে সমান থাকলেও আক্রমণের দিক দিয়ে ভালো এগিয়ে ছিল বায়ার্ন। ফলে না চাইতেও দলকে নিচের দিকে নামতে হয়েছিল জানিয়ে আনচেলত্তি বলেন, “মনে হয়েছে আমরা আরামে খেলছি কিন্তু মনোযোগের দিক দিয়ে আমরা পিছিয়ে ছিলাম। আমার তাদের ম্যাচ নিয়ন্ত্রণের অনেক সুযোগ দিয়েছি। আমার রক্ষণভাগে খেলাতে চাইনি। এরপরেও আমরা তা করেছি। আমরা নমনীয় ছিলাম।”
রিয়াল কোচ ম্যাচে চারজন বদলি খেলোয়াড় মাঠে নামান। দলের হয়ে সবচেয়ে ভালো খেলা এবং দারুণভাবে ভিনিসুসের প্রথম গোল বানিয়ে দেওয়া টনি ক্রুসকেও ৭৬তম মিনিটে তুলে নেন। তবে এই পরিবর্তনগুলো দ্বিতীয় লেগের আগে দলের বাকি খেলোয়াড়দের বাজিয়ে দেখার জন্য করেছেন বলে জানান আনচেলত্তি।
“জুড বেলিংহ্যামের ক্র্যাম্প ছিল। টনি ক্রুস অসাধারণ একটা ম্যাচ খেলেছে। তবে আমার পরিকল্পনা ছিল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সতেজ কাউকে মাঠে নামানো।”
আগামী বৃহস্পতিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে মুখোমুখি হবে রিয়াল ও বায়ার্ন। ফাইনালে উঠতে সেই ম্যাচে দর্শকদের পূর্ণ সমর্থন আশা করে এই ইতালিয়ান কোচ বলেন, “সব সময়ের মতো মৌসুমের এই সময়ে আমাদের সামনে আরও একটি ফাইনাল খেলার দারুণ সুযোগ আছে। ভালো একটা দলের সঙ্গে আমরা ড্র করেছি। এখন আরও একটি ৯০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই অপেক্ষা করছে। তবে এবারেরটা এমন এক পরিবেশে যা আমরা অনেক ভালো করে চিনি। সমর্থকরা আমাদের সাহায্য করবে।”
মন্তব্য করুন: