সেমি-ফাইনালে গোল করে রোনালদো-ডি ব্রুইনাদের কাতারে ভিনিসুস
১ মে ২০২৪
চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুইবার বল জালে জড়িয়েছেন ভিনিসুস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো, কেভিন ডি ব্রুইনা ও জারি লিটমানেনের পাশে নাম লিখিয়েছেন ভিনিসুস।
মঙ্গলবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৪তম মিনিটে টনি ক্রুসের দুর্দান্ত এক পাসে দলকে এগিয়ে দেন ভিনিসুস। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালকে সমতায় ফেরান।
এদিন প্রথম গোল করেই ইতিহাসের পাতায় নাম তোলেন ভিনিসুস। চতুর্থ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের টানা তিন মৌসুমে সেমি-ফাইনালে গোল করার কীর্তি গড়েন তিনি। ২০২১–২২ মৌসুম ও ২০২২–২৩ মৌসুমে তিনি ম্যানচেস্টার সিটির জালে বল জড়ান। এর আগে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের শেষ চারের লড়াইয়ে অন্তত টানা তিন মৌসুমে গোল করেন রোনালদো, ডি ব্রুইনা ও লিটমানেন।
রিয়াল মাদ্রিদে থাকাকালীন টানা চার মৌসুম – ২০১১–১২, ২০১২–১৩, ২০১৩–১৪ ও ২০১৪–১৫ সেমি-ফাইনালে গোল করেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। অন্যদিকে সিটির মাঝমাঠের প্রাণভোমরা ডি ব্রুইনা গোল করেন ২০২০–২১, ২০২১–২২ ও ২০২২–২৩ মৌসুমের শেষ চারে। এই দুই ফুটবলারেরও আগে এই কীর্তি গড়েন ফিনল্যান্ডের লিটমানেন। আয়াক্সের হয়ে ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬ ও ১৯৯৬–৯৭ মৌসুমের সেমি-ফাইনালে গোল করেন এই ফরোয়ার্ড। এর মধ্যে ৯৪-৯৫ মৌসুমে দলকে ইউরোপ সেরার মুকুট জেতাতে বড় ভূমিকা রাখেন।
এই কীর্তি গড়ার পাশাপাশি ২০২১-২২ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলে অবদানও রাখেন ভিনিসুস। এখন পর্যন্ত ৩২ গোলে সরাসরি অবদান এই ব্রাজিলিয়ানের, যেখানে সমান ১৬টি করে গোল করেছেন এবং করিয়েছেন।
মন্তব্য করুন: