এমবাপ্পেদের হতাশায় ডুবিয়ে ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড
৮ মে ২০২৪
প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারের পর ফাইনাল নিশ্চিত করতে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো পিএসজিকে। সে লক্ষ্যে অনেক চেষ্টাও করেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু ভাগ্য হয়তো সহায় ছিল না। দলটির চারটি প্রচেষ্টা পোস্ট আর ক্রসবারে বাধা পেয়ে ফিরে এসেছে। উল্টো মাঝে গোল হজম করে ঘরের মাঠে হেরেছে ১-০ গোলে। আর এতেই সেমি-ফাইনালের দুই লেগ জিতে ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ডর্টমুন্ড।
মঙ্গলবার প্যারিসে শেষ চারের ফিরতি লেগে ম্যাচের প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে দুই দল। তবে আক্রমণের দিক দেয় এগিয়ে ছিল পিএসজি। কিন্তু গোলরক্ষকের দৃঢ়তা ও ভাগ্যের সহায়তা না থাকায় এগিয়ে যেতে পারেনি তারা। উল্টো ৬০তম মিনিটে সতীর্থের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ডর্টমুন্ডকে এগিয়ে দেন মাটস হুমেলস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের অগ্রগামিতায় শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নেয় জার্মান দলটি।
সবশেষ ২০১২-১৩ মৌসুমের ফাইনাল খেলেছিল ডর্টমুন্ড। ওয়েম্বলি স্টেডিয়ামের সেই ম্যাচে স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে শিরোপা হাত ছাড়া করে তারা। এবারের ফাইনালে আগামী ১ জুন ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হারের পর ঘরের মাঠে জয়ের হুঙ্কার দিয়ে রাখেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্রথম লেগের মতো এই ম্যাচেও তেমন খুঁজে পাওয়া যায়নি পিএসজির সবচেয়ে বড় তারকাকে। ৮১তম মিনিটে তার কাছ থেকে নেওয়া শট ঠেকাতে খুব বেগ পেতে হয়নি গোলরক্ষককে। এরপর ৮৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে বিশ্বকাপ জয়ী এই তারকার প্রচেষ্টা গোলরক্ষের হাত ছুঁয়ে ক্রসবারে লাগলে সমতায় ব্যর্থ হয় পিএসজি।
মৌসুম শেষে ফরাসি ক্লাবটি ছাড়ার ঘোষণা দেওয়া এমবাপ্পে চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে পিএসজির ক্যারিয়ার শেষ করতে। কোচ লুইস এনরিকের ভাবনাতেও ছিল ক্লাবকে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জিতিয়ে চারটি ট্রফি দিয়ে মৌসুম শেষ করার। কিন্তু বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা ডর্টমুন্ডের কাছে দুই লেগ হেরে সব স্বপ্ন শেষ হয়ে গেল রেকর্ড ১২ বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।
ফাইনালের ডর্টমুন্ডের প্রতিপক্ষ কে হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে বুধবার রাত পর্যন্ত। এদিন আরেক সেমি-ফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৬ বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্নের মুখোমুখি হবে রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ ২-২ সমতায় শেষ হয়।
মন্তব্য করুন: