আইনি হুমকি সত্ত্বেও ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে অনড় ফিফা
১০ মে ২০২৪
এমনিতেই ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে প্রায়ই অভিযোগ করে থাকেন খেলোয়াড় ও কোচরা। এরই মাঝে আগামী বছর থেকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এই পরিকল্পনা পর্যালোচনা করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছিল পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এবং ওয়ার্ল্ড লিগস অ্যাসোসিয়েশন (ডাব্লিউএলএ)। তবে এই দুই সংস্থায় অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে আনড় থাকার কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত সপ্তাহে নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ শুরু করা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে ফিফা সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছিল ফিফপ্রো ও ডাব্লিউএলএ। চিঠিতে ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের চোটের ঝুঁকির কথাও তুলে ধরা হয়। এমনকি নিজেদের পরিকল্পনা থেকে সরে না আসলে ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকিও দেয় তারা।
আন্তর্জাতিক সূচিতে নিজেদের প্রতিযোগিতা থেকে সুবিধা লাভের জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একতরফাভাবে ক্লাব বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করা হয়। তবে সব দাবি প্রত্যাখ্যান করে ফিফা জানায়, ২০২১ ও ২০২২ সালে ভবিষ্যৎ সূচি তৈরির আলোচনায় ফিফপ্রো ও ডাব্লিউএলএ সম্পৃক্ত ছিল।
ফিফা সাধারণ সম্পাদকের এক চিঠির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক ফুটবল মৌসুমের নতুন সূচি তৈরিতে ফিফপ্রো ও ডাব্লিউএলএর সঙ্গে আলোচনায় তারা যে প্রস্তাবগুলো দেয়, তা আগের নিয়মের কাছাকাছি ছিল। কিন্তু আলোচনার শুরুতে নতুন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল।
২০২২ সালের ডিসেম্বরে ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল মৌসুমের সূচির অনুমোদন দেয় ফিফা।
আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলের সংখ্যা বেড়ে হবে ৩৬। আর ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মাঠে গড়ানোর কথা আছে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ।
মন্তব্য করুন: