ব্রাজিলের কোপা আমেরিকার দলে কে এই ইভানিলসন?
১১ মে ২০২৪
আসন্ন কোপা আমেরিকা সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোটের কারণে দলে নেই দলটির বড় তারকা নেইমার, গ্যাব্রিয়েল জেসুস এবং রিশার্লিসন। এই রিশার্লিসন চোটে পড়ায় প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন পোর্তোর স্ট্রাইকার ইভানিলসন। তাই ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছে বিশ্ব ফুটবল।
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলে ইভানিলসনের ফুটবলে হাতেখড়ি এবং বেড়ে ওঠা। এরপর ২০২০ সাল থেকে খেলছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। আগের মৌসুমে জিতেছেন পর্তুগালের প্রিমেরা লিগ শিরোপা। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে ৪টি গোল করেছেন চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে গ্রুপ পর্বে।
মূলতঃ এই পারফর্ম্যান্সের কারনেই ইভানিলসনকে জাতীয় দলে ডাকা হয়েছে। ইভানিলসনকে ডাকার ব্যাখ্যায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, “ইভানিলসনের পারফর্ম্যান্স নজর কেড়েছে। নিজের ভূমিকাটা সে পরিষ্কার বোঝে। সে খুবই বিনোদনদায়ী খেলোয়াড়। ক্লাবে সে যা করে, সেটা করতে পারলে তা হবে আনন্দ আর বিস্ময়ের। রিশার্লিসন চোট পাওয়ায় আমরা তার ওপর ভরসা রেখেছি।”
গত কাতার বিশ্বকাপের পর থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের ফুটবলে সাম্প্রতিক সময়ে আলোচনায় আছেন এনদ্রিক ও ভিতর রকি। দুই তরুণের মাঝে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এনদ্রিক বিশ্বকাপ দলে ডাক পেলেও বার্সেলোনায় যোগ দেওয়া রকির সুযোগ হয়নি। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে এনদ্রিকের একমাত্র গোলেই ঐতিহাসিক জয় পেয়েছিল ব্রাজিল।
কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আথলেতিকো-পিআর)
ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), ইয়ান কুতো (জিরোনা), গিলেরমো আরানা (আতলেতিকো-এমজি), ওয়েন্দেল (পোর্তো), বেরাল্দো (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রেয়াল মাদ্রিদ)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)
ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইভানিলসন (পোর্তো), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ), সাভিনিয়ো (জিরোনা)
মন্তব্য করুন: