প্রতিপক্ষের মাঠে দারুণ জয়ে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি

প্রতিপক্ষের মাঠে দারুণ জয়ে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার ফুলহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। দুইয়ে নেমে গেছে আর্সেনাল। এদিন সিটির হয়ে জোড়া গোল করেছেন ইয়োশকো ভার্দিওল। বাকি দুটি গোল করেচেন ফিল ফোডেন আর হুলিয়ান আলভারেস।

ফুলহ্যামের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ত্রয়োদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় সিটি। কেভিন ডি বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন ক্রোয়েট ডিফেন্ডার ভার্দিওল। ফিরতি পাস পেয়ে দুজনকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে। ২৮তম মিনিটে ফোডেনের শট গোলকিপারের গ্লাভসে জমা পড়ে। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। সিটি আক্রমণাত্বক ফুটবল খেললেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে গোলমুখে কোনো শটই নিতে পারেনি ফুলহ্যাম।

বিরতির পর ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। দুজনকে কাটিয়ে বেনার্দো সিলভা বল বাড়ান ফোডেনকে। ওই বল পেয়েই নিচু শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ফোডেন। এই নিয়ে চলতি লিগে ফোডেনের গোল হলো ১৭টি। তিন মিনিট পর বল ফাঁকায় পেয়েও গোলপোস্টের বাইরে শট করেন হালান্দ। ৭১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভার্দিওল। ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান পর্তুগিজ মিডফিল্ডার সিলভা। দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট্ট টোকায় বল জালে পাঠান ভার্দিওল।

৮২তম মিনিটে হলান্ডকে তুলে আলভারেসকে নামান কোচ গুয়ার্দিওলা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ডি বক্সে আলভারেসকে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি ডিফেন্ডার দিওপ। স্পট কিকে স্কোরলাইন ৪-০ করে ফেলেন ২৪ বছর বয়সী আলভারেস। ৩৬ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৮৫। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৮৩।

মন্তব্য করুন: