মেসির অবদান ছাড়াই মায়ামির জয়
১২ মে ২০২৪
মেজর লিগ সকারে (এমএলএস) যেন ভিন্ন এক দিন দেখল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি না পেয়েছেন কোনো গোল, না করেছেন কোনো অ্যাসিস্ট। তবে গোল পেয়েছেন তার একসময়ের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস। মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় পেয়েছে মায়ামি।
আগের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়েও মেসি জাদুতে শেষ পর্যন্ত মায়ামি জিতেছিল ৬-২ গোলের বড় ব্যবধানে। বাংলাদেশ সময় রোববার সকালে মন্ট্রিয়লের বিপক্ষে ৩২ মিনিটের মধ্যে মেসি-সুয়ারেসরা পিছিয়ে পড়ে ২-০ ব্যবধানে।
তবে প্রথমার্ধেই ম্যাচে ফেরে জেরার্দো মার্তিনোর শিষ্যরা। ৪৪তম মিনিটে বক্সের বেশ বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান দলের প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাস।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফিরিয়ে চলতি মৌসুমে গোলের দিক দিয়ে মেসিকে ছাড়িয়ে যান সুয়ারেস। লিগে উরুগুয়ের এই স্ট্রাইকারের এটি একাদশ গোল। মেসির গোল ১০টি।
৫৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার বেনজামিন ক্রিমাশ্চি।
১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে রয়েছে মায়ামি।
মন্তব্য করুন: