এমবাপ্পের চেয়েও আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে: আনচেলত্তি
১২ মে ২০২৪
অবশেষে চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন ঠিকানা হিসেবে ফরাসি এই তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এমবাপ্পেকে নিয়ে এখনই কোনো কিছু বলতে আগ্রহী নন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের দাবি, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগ পর্যন্ত নিজ দল ছাড়া অন্য কোনো কিছু নিয়েই ভাবছেন না।
আগেই লা লিগার শিরোপা নিশ্চিত করা রিয়াল শনিবার ৪-০ গোলে উড়িয়ে দেয় গ্রানাদাকে। এই ম্যাচে আন্টোনিও রুডিগার ছাড়া মৌসুমের নিয়মিত একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা ফুটবলারদের মাঠে নামান আনচেলত্তি। এরপরও বড় জয় পেতে খুব একটা সমস্য হয়নি তাদের।
তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নতুন মৌসুমে রিয়ালে এমবাপ্পের যোগদানের বিষয়ে প্রশ্ন ছুটে গেলে সোজাসাপ্টাই আনচেলত্তি জানান, এই ব্যাপারে এখনই কিছু ভাবছেন না তিনি। এই ফরাসি তারকা দলে যোগ দেওয়ার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা বাকি আছে তাদের।
“এই প্রসঙ্গ (এমবাপ্পের রিয়ালে আসা) নিয়ে এখন ভাবছি না। এই মুহূর্তে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছুতে মনোযোগ দেওয়ার আছে। আরও অনেক কিছু ভাবার আছে, করার আছে। ১ জুন পর্যন্ত (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) কোন কোন দিকে আমাদের জোর দিতে হবে তা আমরা জানি।”
রোববার ৩৬তম লিগ শিরোপা উদযাপনের জন্য বিশেষ আয়োজন করেছে রিয়াল মাদ্রিদ। লিগে এখনও বাকি আছে তিনটি ম্যাচ। এরপর আগামী ১ জুন বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবে তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই ম্যাচগুলো শেষ হওয়ার পরই এমবাপ্পের রিয়ালে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
মন্তব্য করুন: