মৌসুমজুড়ে হতশ্রী পারফরম্যান্সের দায় ইনজুরির ওপর চাপালেন টেন হাগ
১৩ মে ২০২৪
চলতি মৌসুমে একের পর এক বাজে পারফরম্যান্স করেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে হারের পর আবারও খেলোয়াড়দের চোটকেই দায়ী করেছেন কোচ এরিক টেন হাগ। শুধু তাই নয়, গত পঞ্চাশ বছরের মধ্যে এবারই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোল হজম করেছে দলটি।
রোববার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের কাছে ১-০ গোলে হারে ইউনাইটেড। ২০০৬-০৭ মৌসুমের পর এবারই প্রথম আর্সেনালের কাছে লিগে দুই লেগেই হারের মুখ দেখেছে তারা। প্রথম লেগ ৩-১ গোলে হেরেছিল টেন হাগের দল। এছাড়াও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে এটি তাদের নবম হার, যা এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ।
অন্যদিকে ১৯৭০-৭১ মৌসুমের পর এবারই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টেন হাগের দল সবচেয়ে বেশি ৮২ গোল হজম করেছে।
এর পেছনে যথেষ্ট কারণও আছে। প্রিমিয়ার লিগের সফলতম দলটির অন্তত ছয় ডিফেন্ডার চোট নিয়ে বাইরে আছেন। ফলে সাম্প্রতিক ম্যাচগুলোতে মাঝ মাঠে খেলা কাসেমিরোকে খেলতে হচ্ছে সেন্টার-ব্যাক হিসেবে।
চোটের কারণে প্লেমেকার ব্রুনো ফের্নান্দেস ও ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকেও দলের সঙ্গে পাচ্ছে না ইউনাইটেড। ক্লাবের ওয়েবসাইটে দলের চোটের অবস্থা নিয়ে হতাশা ভরা কণ্ঠে কোচ টেন হাগ বলেন, “আমি জানি না, আমাদের সব খেলোয়াড় ফিট থাকলে আমাদের কোথায় থাকা উচিত। তবে অবশ্যই সব খেলোয়াড়কে পাওয়া গেলে আমরা আরও বেশি পয়েন্ট পেতাম।”
“অবশ্যই তখন আরও ধারাবাহিকতা থাকত। বিশেষ করে রক্ষণে। কারণ এখন আমরা অনেক সুযোগ দিচ্ছি, অনেক গোল হচ্ছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে আমরাই সবচেয়ে বেশি ম্যাচে জাল অক্ষত রাখতে পেরেছিলাম।”
৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছে ইউনাইটেড। লিগে শেষ দুই ম্যাচের প্রথমটিতে আগামী বুধবার ঘরের মাঠে ষষ্ঠ স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। এরপর রোববার লিগে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাইটন।
এরপর আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে টেন হাগের দল।
মন্তব্য করুন: