প্রিমিয়ার লিগে এমি মার্তিনেসের বিব্রতকর রেকর্ড
১৪ মে ২০২৪
বিভিন্ন সময় নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়ে ম্যাচ জিতিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে এই গোলকিপার বেশ বড় ভূমিকা রেখেছিলেন। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে এক বিব্রতকর রেকর্ডের মালিক হয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার।
সোমবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের শুরুতেই নিজেদের জালে বল জড়ান মার্তিনেস। আর এতেই প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশিবার আত্মঘাতী বা ওউন গোলের রেকর্ড গড়েন তিনি।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের প্রথম আক্রমণেই গড়বড় করে ফেলেন মার্তিনেস। মোহামেদ সালাহ বক্সে থাকা হার্ভি এলিয়টের উদ্দেশে বল বাড়ান। সেই বল গোলের জন্য সতীর্থের উদ্দেশে দিলে মাঝপথে ভিলার এক খেলোয়াড়ের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে যায়। এতেই অপ্রস্তুত হয়ে পড়া মার্তিনেসের হাত ফসকে বল চলে যায় গোললাইন পেরিয়ে।
২০২০ সালের ভিলায় যোগ দেওয়ার পর এই নিয়ে ৩টি আত্মঘাতী গোল করেছেন এই আর্জেন্টাইন গোলকিপার। এর আগে ২০২৩ সালে আর্সেনাল এবং ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজেদের জালে বল জড়ান মার্তিনেস।
তবে মার্তিনেসের আত্মঘাতী গোলের পরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ম্যাচ শেষ করে ভিলা। বদলি হিসেবে মাঠে নেমে ৮৫ ও ৮৮তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরানের জোড়া গোলে ৩-৩ সমতায় মাঠ ছাড়ে তারা।
এই ড্রয়ে ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনেই থাকল লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকা অ্যাস্টন ভিলার আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা আরও মজবুত হয়েছে।
মন্তব্য করুন: