শিরোপার খুব কাছে গিয়ে শিষ্যদের সাবধান করলেন গুয়ার্দিওলা

শিরোপার খুব কাছে গিয়ে শিষ্যদের সাবধান করলেন গুয়ার্দিওলা

টটনাম হটস্পারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শিরোপটা জয়ের আরও কাছে চলে গেছে ম্যানচেস্টার সিটি। আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারালেই টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে পেপ গুয়ার্দিওলার দল। তবে সেই ম্যাচে ড্র করলে কিংবা হেরে গেলে শিরোপা হাত ছাড়া হতে পারে তাদের। তাই নিজেদের শেষ ম্যাচের আগে শিষ্যদের সাবধান করেছেন কোচ গুয়ার্দিওলা।

মঙ্গলবার টটনামের মাঠে আর্লিং হলান্দের জোড়া গোলে - গোলের জয়ে ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির সমান ৩৭ ম্যাচে তালিকার দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৬। গোল ব্যবধানেও এগিয়ে তারা। ফলে, শেষ ম্যাচে সিটি হারলে বা ড্র করলে এবং আর্সেনাল জয় পেলে ২০০৩-২০০৪ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলবে মিকেল আর্তেতার শিষ্যরা।

টটনামকে হারিয়ে গুয়ার্দিওলা বলেন, “এটা বেশ কঠিন একটি ম্যাচ ছিল। আমরা তা জানতাম। তারা অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলেছে। তাই তাদের বিপক্ষে খেলাটা বেশ কঠিন ছিল সাজঘরে আমরা সবাই খুশি। কিন্তু ছেলেরা জানে এটা এখনও শেষ হয়নি। তারা জানে রোববারের ম্যাচটা কঠিন হতে চলেছে।

তবে ম্যাচের প্রথমার্ধে সিটির পারফরম্যান্স প্রসঙ্গে এই স্প্যানিশ কোচ বলেন, “প্রথমার্ধে তারা (খেলোয়াড়েরা) ফলের প্রভাব নিয়ে ভেবেছে। আপনি যখন এমনটা করবেন, তখন আপনি প্রিমিয়ার লিগ হারাতে পারেন। আপনি আপনার মান অনুযায়ী পারফর্ম করতে পারবেন না। তারাও মানুষ, আমি তাদের চাপটা বুঝতে পারি। এমনকি আর্সেনালও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভালো খেলেনি, তারা জানত তারা যদি ওই ম্যাচটা না জিততে পারে, তাদের আর প্রিমিয়ার লিগ জেতার সুযোগ নেই।

ইংল্যান্ডের প্রথম দল হিসেবে টানা চার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকা সিটি ওয়েস্ট হ্যামের বিপক্ষে চাপে থাকবে বলেও জানান গুয়ার্দিওলা।

রোববার ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচেও এমন হবে। আমরা চাপ অনুভব করব। অ্যাস্টন ভিলা (২০২১-২২) ম্যাচের দিকে তাকান, ১৫ মিনিট আগেও -০তে পিছিয়ে ছিলাম। কুইন্স পার্কের বিপক্ষে (২০১১-১২) সের্হিও আগুয়েরোর গোল পেতে ৯৩ মিনিট লেগেছিল। এটাই স্বাভাবিক। এর জন্যই আমরা কথা বলেছি, সবাইকে শান্ত থাকতে বলেছি, আর যা তাদের তাদের করতে হবে সেটা করতে বলেছি।

রোববার রাত ৯টায় ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে সিটি। একই সময় নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।  

মন্তব্য করুন: