৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে সাবেক চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা
১৫ মে ২০২৪
১৯৮২-৮৩ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে অ্যাস্টন ভিলা। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে টটনাম হটস্পারের হারে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ দল হিসেবে ইউরোপ সেরার আসরে জায়গা করে নিয়েছে উনাই এমেরির দল।
৩৭ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে এতো দিন তালিকার চারেই ছিল ভিলা। তবে সম্ভাবনা ছিল তালিকার পাঁচে থাকা টটনামের তাদেরকে টপকে যাওয়ার। কিন্তু সিটির কাছে হেরে যাওয়ায় তাদের সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। ভিলার সমান ৩৭ ম্যাচে আঞ্জে পোস্তেকোগলুর দলের পয়েন্ট এখন ৬৩। ফলে শেষ ম্যাচে জিতলেও ভিলাকে টপকাতে পারবে না টটনাম।
এর আগে ১৯৮১-৮২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের (তখনকার ইউরোপিয়ান কাপ) শিরোপা ঘরে তুলেছিল ভিলা। পরের মৌসুমের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে আর কখনও ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলতে পারেনি ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করে ভিলা। সেখানে দেখা যায়, ভিলা পার্কে বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন কোচ এমেরি।
Unai Emery: "It's a very special day.
— Aston Villa (@AVFCOfficial) May 14, 2024
"It's our dream, we started the season to be here." pic.twitter.com/2oy1m9kCCU
চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পর ভিলা কোচ এমেরি বলেন, “দিনটা বিশেষ। এখানে (চ্যাম্পিয়নস লিগ) পৌঁছাতে আমরা মৌসুমটা শুরু করেছিলাম। চোট থাকলেও আমরা মনোযোগ ধরে রাখতে পেরেছি। চ্যাম্পিয়নস লিগে খেলতে পারাটা সেরা একটি ব্যাপার। কেউই আশা করেনি আমরা এখানে আসতে পারব।”
এর আগে প্রিমিয়ার লিগের ১৯৯২-৯৩ মৌসুমে দ্বিতীয় এবং ১৯৯৫-৯৬ মৌসুমে চতুর্থ অবস্থানে থেকে লিগ শেষ করলেও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ মেলেনি ভিলার। কারণ সে সময় ইউরোপের লিগগুলোর চ্যাম্পিয়ন দলই শুধু এই ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পেত।
মন্তব্য করুন: