জিততে পারল না মেসিবিহীন মিয়ামি
১৬ মে ২০২৪
লিওনেল মেসি একাদশে থাকলে ইন্টার মিয়ামির এক রূপ, তিনি না থাকলেই বেরিয়ে আসে অন্য রূপ। মেজর সকার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হোঁচট খেল মিয়ামি। বৃহস্পতিবার অরল্যান্ডো সিটির সঙ্গে তারা গোলশূন্য ড্র করেছে। এই ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
পুরো ম্যাচে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোল হয়নি। শুরুতেই গোলের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেস। ১০ম মিনিটে গোল করতে ব্যর্থ হন রবার্ট টেলর। অন্যদিকে মিয়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার গোলপোস্টের সামনে যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন।
৩২তম মিনিটে অরল্যান্ডো সিটির আর্জেন্টাইন উইঙ্গার মার্টিন ওজেডার জোরালো শট রুখে দেন ক্যালেন্ডার। কিছু সময় পর তিনি ফরোয়ার্ড লুইস মুরিয়েলের আরেকটি শট ঠেকান। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ডেভিড ব্রিকালোর হেড ঠেকিয়ে দেন তিনি। গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।
তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে মিয়ামির দুশ্চিন্তার কারণ মেসির চোট। ইদানিং ঘন ঘন চোটে পড়ছেন ৩৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকা। সবশেষ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন আর্জেন্টাইন তারকা। তখন মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছিল, মেসির চোট ততটা গুরুতর নয়। দলের সঙ্গে অনুশীলনও করেছেন।
তবে তাকে নিয়ে আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয় মিয়ামি। লিগে টানা ৮ ম্যাচ অপরজিত থাকা ক্লাবটি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিনসিনাটি।
মন্তব্য করুন: