মেসির চোটের সবশেষ অবস্থা জানালেন মায়ামি কোচ

মেসির চোটের সবশেষ অবস্থা জানালেন মায়ামি কোচ

মেজর লিগ সকারে (এমএলএস) হাঁটুর চোটের কারণে ইন্টার মায়ামির সবশেষ ম্যাচে দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। দলের সবচেয়ে বড় তারকা মাঠে না থাকায় বৃহস্পতিবার অরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকার চোটের সবশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

গত রোববার লিগে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে কড়া ট্যাকেলের শিকার হন মেসি। প্রাথমিক চিকিৎসার জন্য কিছু সময় মাঠের বাইরে থেকে আবারও মাঠে ফিরেছিলেন। সে সময় মায়ামির তরফ থেকে জানানো হয়েছিল যে, তার চোট খুব একটা গুরুতর নয়। তবে অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের আগে বেশ কিছু সংবাদ মাধ্যম এই ম্যাচে মেসি মাঠে নাও নামতে পারেন বলে জানায়।

শেষ পর্যন্ত আটবারের ব্যালন ডিঅরজয়ী এই তারকাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নেননি মার্তিনো। মেসির চোটের অবস্থা এখন ভালো আছে জানিয়ে মায়ামি কোচ বলেন, “সে অস্বস্তিতে ছিল। চিকিৎসকদের বেঁধে দেওয়া সূচির ভিত্তিতে সে নিয়মিত অনুশীলন করেছে। আগের ম্যাচে হাঁটুতে ব্যথা পাওয়ায় একটু অস্বস্তিতে ছিল। কিছু পরীক্ষা করানো হয়েছে এবং সেগুলোর ফল ভালো এসেছে।

পরের ম্যাচে পুরো ফিট মেসিকে পাওয়ার জন্য অরল্যান্ডোর বিপক্ষে তাকে মাঠে নামানো হয়নি জানিয়ে মার্তিনো বলেন, “এক সপ্তাহে তিনটি ম্যাচ। সে নিজেও স্বস্তিতে ছিল না। আমরা তাই ভেবেছি যে আজ তাকে না খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। শনিবার (ডিসি ইউনাইটেডের বিপক্ষে) তাকে খেলাতে চাই। তবে ব্যাপারটা তার উন্নতির ওপর নির্ভর করবে।

এদিন মায়ামির ড্রয়ের পেছনে মেসি অনুপস্থিতিও একটি কারণ বলে মনে করেন মায়ামি কোচ।

লিওকে ছাড়া কিছু বিষয় অসম্ভব এবং সেটা সে মাঠে ২৫ মিটার জায়গার মধ্যে করে থাকে। ইন্টার সেই অভাববোধ করেছে, বার্সেলোনাও ১০ বছর আগে বুঝেছে। আজ আমাদের এই অভাবটা ছিল।

বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে এমএলএসের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ডিসি ইউনাইটেড।

মন্তব্য করুন: