ক্লাব চাইলে ম্যান ইউতেই থাকতে চান ফের্নান্দেস

ক্লাব চাইলে ম্যান ইউতেই থাকতে চান ফের্নান্দেস

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চলেছেন ব্রুনো ফের্নান্দেস। তবে গুঞ্জনের মাঝেই খোলামেলাই ইংলিশ ক্লাবটিতে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার। অন্যদিকে দলের অধিনায়ককে ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে নিশ্চিত করেছেন কোচ এরিক টেন হাগও।

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন ছেড়ে ২০২০ সালে ইউনাইটেডে পাড়ি জমান ফের্নান্দেস। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে তার এখনও দুই বছরের চুক্তির মেয়াদ বাকি আছে। কিন্তু গত মাসে এক প্রতিবেদনে বিবিসি জানায়, নতুন মৌসুমে বর্তমান দলের তিনজন খেলোয়াড় বাদে বাকি সবাইকেই ছেড়ে দিতে চায় ইউনাইটেড। বাদ পড়ার তালিকায় আছেন ফের্নান্দেসও।

এরই মাঝে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, আসছে গ্রীষ্মকালীন দলবদলে এই মিডফিল্ডার নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান নাকি তার সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছে।

তবে চলতি মৌসুমে লিগে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে - গোলে হারানোর পর ক্লাবে থাকতে চাওয়ার ইচ্ছার কথা জানান ফের্নান্দেস। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ এই তারকা বলেন, “তারা যদি চায়, আমি থাকব। আমি এখানে থাকব যতক্ষণ না...ক্লাবের আমাকে চাইতে হবে। আমার মনে হয়, ক্লাব চায় আমি এর ভবিষ্যতের অংশ হই। তাই সবসময় যেমনটা আমি বলেছি, এমন খেলোয়াড় হতে চাই না যাকে ক্লাব চায় না।

এবারের মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে মোট ২৭টি গোলে অবদান রেখেছেন ফের্নান্দেস, গোল ১৫টি ও অ্যাসিস্ট ১২টি। আর ইউনাইটেডের জার্সিতে এখন পর্যন্ত ২৩১ ম্যাচ খেলা ২৯ বছর বয়সী মিডফিল্ডারের গোল ৭৯টি, অ্যাসিস্ট ৬৫টি।

ফের্নান্দেসের নেতৃত্বে চলতি মৌসুমটা একদমই বাজে কেটেছে ইউনাইটেডের। লিগে এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলে তাদের হার ১৪টিতে। ৫৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার আট নম্বরে। প্রিমিয়ার লিগ শুরুর পর এত বাজে পারফরম্যান্স তারা আগে কখনোই করেনি। হারিয়েছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলার সুযোগও।

দলের এমন ভরাডুবিতে শঙ্কা আছে টেন হাগের ভবিষ্যৎ নিয়েও। তবে ফের্নান্দেসের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এই ডাচ কোচ নিশ্চিত করেন, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি ভালোভাবেই আছেন।

অবশ্যই ক্লাব ব্রুনোকে ধরে রাখতে চায়। আমার মনে হয়, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। সে সবসময় তার সেরাটা দেয়। এমনকি চোট নিয়ে খেললেও। সে সবার জন্য উদাহরণ। সে ফুটবল ভালোবাসে, কিন্তু জিততে চায়।

মৌসুমজুড়ে তার পারফরম্যান্সে আমি খুব খুশি। কারণ তার জন্য কাজটা মোটেও সহজ নয়, দলের অনেক খেলোয়াড় চোটাক্রান্ত এবং প্রতিবারই দলকে তার টানতে হয়।

ব্যর্থতায় ভরা মৌসুমে অবশ্য একটি শিরোপা জয়ের সুযোগ এখনও আছে ইউনাইটেডের সামনে। আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন: