চার গোলকিপার নিয়ে ইউরোতে জার্মানি

চার গোলকিপার নিয়ে ইউরোতে জার্মানি

ঘরের মাঠে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে (ইউরো) সামনে রেখে চার গোলকিপারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে জার্মানি। দলে জায়গা হয়নি বরুশিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার অন্যতম নায়ক মাটস হুমেলসের। এছাড়াও চোটের কারণে দলের বাইরে আছেন সার্জ নাব্রি।

বৃহস্পতিবার ইলকায় গুন্দোয়ানকে অধিনায়ক করে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কোচ ইউলিয়ান নাগেলসমান। গত সাত মাসে জাতীয় দলের হয়ে খেলা বেশিরভাগ ফুটবলারই আছেন এবারের ইউরোর দলে। প্রাথমিক এই দল থেকে আগামী ৭ জুন একজন বাদ পড়বেন।

দলে নিয়মিত ও তারকা দুই গোলরক্ষক মানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং অলিভার বাউমানের সঙ্গে ডাক পেয়েছেন স্টুটগার্টের আলেকসান্দার নুবেল। এছাড়াও দলে আছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরা তারকা মিডফিল্ডার টনি ক্রুস।

২০১৪ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের পর ২০১৬ সালে ইউরোর সেমি-ফাইনাল খেলেছিল জার্মানি। এরপর থেকেই দলটির পারফরম্যান্স পড়তির দিকে। পরের দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। ২০২১ সালে সবশেষ ইউরোতেও তারা কোনোমতে গ্রুপ পর্বের বাধা পেরুতে পারে টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।

দলে চার গোলরক্ষক নেওয়ার কারণ হিসেবে টুর্নামেন্টে ওয়ার্কলোড সামলানোর কথা জানিয়ে নাগেলসমান বলেন,আমরা চার গোলরক্ষক বেছে নিয়েছি এবং চার জনকে নিয়েই টুর্নামেন্টে যাব। নুবেল ডাক পাওয়ার যোগ্য। কেন চার গোলরক্ষক? অনুশীলনেও গোলরক্ষক প্রয়োজন এবং মানুয়েলের (নয়ার) সবসময় সেটা করতে হবে না। আমরা অনুশীলনে সবার (ওয়ার্কলোড) নিয়ন্ত্রণ করতে পারব এবং চাপটা সবার মাঝে ছড়িয়ে দেব।

অভিজ্ঞদের মধ্যে রিয়াল মাদ্রিদের ক্রুস ও বায়ার্ন মিউনিখের নয়ারের সঙ্গে আছেন দলে আছেন টমাস মুলারও। তিনজনই ছিলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী দলে। তবে এক্ষেত্রে কপাল কিছুটা খারাপ সেই দলের আরেক ফুটবলার হুমেলসের। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার ১১ বছর পর ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে বেশ বড় ভূমিকা রেখেছেন।

অন্যদিকে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে চোটে পড়ায় দল থেকে বাদ পড়েছেন বায়ার্নের হয়ে ছন্দে থাকা নাব্রি।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরোর ১৭তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ‘এ গ্রুপে নাগালসমানের দলের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।

জার্মানির ইউরো প্রাথমিক দল:

গোলকিপার: অলিভার বাউমান, মানুয়েল নয়ার, আলেকসান্দার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

ডিফেন্ডার: ভালদেমার আন্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, মাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্টোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথান টাহ।

মিডফিল্ডার: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইলকায় গুন্দোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, ফ্লোরিয়ান ভার্টজ।

ফরোয়ার্ড: মাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, লেরয় সানে, টমাস মুলার ডেনিস উনদাব।

মন্তব্য করুন: