ইউরোর আগে চোটে পড়েছেন কেইন
১৮ মে ২০২৪
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) শুরু হতে এক মাসও বাকি নেই। এমন এক সময় ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে অধিনায়ক হ্যারি কেইনের পিঠের চোট। এরই মধ্যে বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের মৌসুমের সবশেষ ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই স্ট্রাইকার।
শনিবার লিগে নিজেদের শেষ ম্যাচে হফেনহাইমের মাঠে খেলবে বায়ার্ন। সেই ম্যাচে মাঠে নামার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে কেইনের চোটের বিষয়টি নিশ্চিত করেন কোচ টমাস টুখেল।
বায়ার্ন কোচ জানান, গত ৮ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে থেকেই পিঠের চোটে ভুগছেন কেইন। তবে শুরুতে ব্যথা কম থাকলেও রিয়ালের মাঠে ব্যথা নিয়েই খেলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। তবে বর্তমানে আর খেলার অবস্থায় নেই তিনি।
কেইনের চোটের সবশেষ অবস্থা জানিয়ে টুখেল বলেন, “ব্যক্তিগত চিকিৎসকের অধীনে হ্যারির চিকিৎসা চলছে। এই অবস্থায় সে আমাদের সঙ্গে যাত্রা করতে পারবে না। মাদ্রিদে ম্যাচেই সে তার সহ্যসীমার শেষ পর্যায়ে ছিল, যা হয়তো আপনারা লক্ষ্য করেছেন।”
আমরা ইনজেকশন ও থেরাপির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু তার পিঠে ক্র্যাম্প হচ্ছিল। অবস্থা আরও খারাপ হয়েছে এবং নড়াচড়া করলেই সে ব্যথা অনুভব করছে। অনুশীলন করার কোনো অবস্থাতেই সে নেই।”
গত সপ্তাহে ভলফসবুর্কের বিপক্ষে লিগ ম্যাচেও খেলতে পারেননি কেইন। ম্যাচটি ২-০ গোলে জেতে বায়ার্ন।
চলতি মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে মৌসুমজুড়ে আলো ছড়ান কেইন। বুন্ডেসলিগায় চারটি হ্যাটট্রিকসহ তার মোট গোল ৩৬টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে দলের হয়ে করেন ৪৪ গোল, অ্যাসিস্ট ১২টি। তবে দলগত পারফরম্যান্সের বিচারে বায়ার্নের জার্সিতে অভিষেক মৌসুটা একেদমই ভালো কাটেনি এই ইংলিশ স্ট্রাইকারের। ১১ মৌসুম পর বুন্ডেসলিগার মুকুট হারিয়েছে বায়ার্ন। এমনকি এবারের মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি তারা।
কেইনের চোট ইংল্যান্ড জাতীয় দলের জন্য বড় দুর্ভাবনার কারণ হতে পারে। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোয় ইংলিশদের শিরোপা স্বপ্নের অনেকটাই এই তারকাকে ঘিরে।
ইউরোর মূল লড়াইয়ে নামার আগে আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ৩ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। দ্বিতীয় ম্যাচে ৭ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা।
আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর যাত্রা শুরু করবে ইংল্যান্ডে। ‘সি’ গ্রুপে গতবারের রানার্স-আপদের বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও স্লোভেনিয়া।
মন্তব্য করুন: