ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড
২০ মে ২০২৪
গোল উৎসব দিয়ে শেষ হয়েছে ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের আসর। রোববার লিগের শেষ দিন বল জালে জড়িয়েছে মোট ৩৭ বার। আর এতেই এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙে গেছে।
২০ দলের এবারের মৌসুমে ৩৮০ ম্যাচে মোট ১ হাজার ২৪৬ গোল হয়েছে। আগের রেকর্ডটি ছিল ১৯৯২ সালে প্রিমিয়ার লিগের প্রথম আসরে। তখন লিগে খেলতো ২২ দল। ওই মৌসুমে গোল হয়েছিল ১ হাজার ২২২টি।
লিগের শেষ দিন ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। শেষ দিন প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ানো পেপ গুয়ার্দিওলার দলের এবারে মৌসুমে গোল মোট ৯৬টি।
অন্যদিকে, মৌসুমের রানার্স-আপ আর্সেনাল ৯১ গোল নিয়ে আছে এই তালিকার দুই নম্বরে। তিনে থাকা লিভারপুলের গোল ৮৬টি। আর প্রিমিয়ার লিগে নিজেদের রেকর্ড ৮৫ গোল করেছে চারে থাকা নিউক্যাসল ইউনাইটেড।
এছাড়া প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি ১০৪টি গোল হজমের রেকর্ড করেছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেড।
মন্তব্য করুন: