ক্লপের বিদায়বেলায় আবেগাপ্লুত অ্যানফিল্ড
২০ মে ২০২৪
গত জানুয়ারিতে আচমকাই মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। বছরের পর বছর ধুঁকতে থাকা দলটিতে হারানো গৌরব ফিরিয়ে আনার পেছনে বড় অবদান এই জার্মান কোচের। আর তাই ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই কোচের বিদায় উপলক্ষে ভিন্ন রূপে সেজেছিল অ্যানফিল্ড। মৌসুমে নিজেদের শেষ ম্যাচের চেয়েও সমর্থকরা ব্যস্ত ছিল ক্লপের বিদায়কে স্মরণীয় করে রাখতে।
রোববার মৌসুমের শেষ দিন ঘরের মাঠে আলেক্সিস মাক অ্যালিস্টার ও জারেল কোয়ানশাহর গোলে উভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারায় লিভারপুল। ৩৮ ম্যাচে ২৪ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে অল রেডরা।
তবে এদিন ম্যাচকে ছাপিয়ে সবকিছুর কেন্দ্রে ছিলেন কেবল ক্লপ। লিভারপুল ইতিহাসের সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা এই কোচের বিদায়টা রাঙাতে নানা আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকরা। ম্যাচ শেষে মাঠের মাঝখানে অস্থায়ী মঞ্চে যাওয়ার সময় তাকে গার্ড অব অনার দিয়েছেন লিভারপুলের খেলোয়াড়েরা। সমর্থকেরাও তাদের প্রিয় কোচকে বিদায় জানাতে নানা রকমের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে আসেন।
২০১৫ সালের অক্টোবরে ক্লপ যখন লিভারপুলের দায়িত্ব নেন, তখন ইংলিশ ক্লাবটি যেন জিততেই ভুলে গিয়েছিল। ইউরোপের এক সময়ের প্রভাবশালী ক্লাবটি সবশেষ চ্যাম্পিয়নস লিগ জেতে ২০০৪-০৫ মৌসুমে। তার পরের মৌসুমে জেতে এফএ কাপের শিরোপা। এরপর থেকেই শিরোপা খরায় ভুগতে শুরু করে অল রেডরা। এর মধ্যে কেবল ২০১১-১২ মৌসুমে জেতে ইংলিশ ফুটবল লিগ কাপ।
তবে ক্লপ আসার পর থেকে লিভারপুলের অবস্থা পাল্টাতে শুরু করে। দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই দলকে তোলেন ইউরোপা লিগের ফাইনালে। কিন্ত শেষ পর্যন্ত শিরোপা আর জেতা হয়নি। পরের মৌসুমে দলকে তোলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে এখান থেকেও খালি হাতে ফিরতে হয় ক্লপের দলকে।
সেখান থেকেই যেন বদলে যাওয়ার শুরু ইংলিশ ক্লাবটির। ২০১৮-১৯ মৌসুমে টটনাম হটস্পারকে হারিয়ে ১৪ বছর পর লিভারপুলকে ইউরোপ সেরার মুকুট জেতান ক্লপ। একই বছর লিভারপুলকে উয়েফা সুপার কাপ ও প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জেতান তিনি। পরের মৌসুমে দলকে প্রথমবারের মতো জেতান ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা।
প্রিয় কোচের বিদায়বেলায় ক্লাব আর সমর্থকদের এত আয়োজন আর ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্লপ। প্রায় ৯ বছরে লিভারপুলকে একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ মোট ৭টি শিরোপা জেতানো ক্লপ মঞ্চে দাঁড়িয়ে বলেন, “আমাদের এই চমৎকার মাঠ আছে, অনুশীলন কেন্দ্র আছে এবং তোমরা আছো– ফুটবল বিশ্বের সুপারপাওয়ার। ওয়াও। আমরাই সিদ্ধান্ত নেব, আমরা চিন্তিত নাকি শিহরিত হবো। আমরাই ঠিক করব, নিজেদের উপর বিশ্বাস রাখব কিনা। আমরাই সিদ্ধান্ত নেব, নিজেদের উপর আস্থা রাখব নাকি রাখব না। আমি আজ তোমাদেরই একজন এবং বিশ্বাস ধরে রাখব। তোমাদের উপর আমার শতভাগ বিশ্বাস থাকবে।”
“অবশ্যই আমি দেখলাম, অনেক মানুষ কাঁদছে এবং আমিও আজ রাতে কাঁদব। কেননা, এই মানুষগুলোকে আমি মিস করব, কিন্তু পরিবর্তন ভালো বিষয়। সবকিছু ঠিক হয়ে যাবে। কেননা, শতভাগ জমাট ভিত তৈরি হয়ে গেছে।”
লিভারপুলে প্রায় ৯ বছরে ৪৯১ ম্যাচে দায়িত্বে ছিলেন ক্লপ। তার অধীনে ৩০৫টি ম্যাচ জেতে অল রেডরা। দলের একমাত্র কোচ হিসেবে ছয়টি ভিন্ন বড় শিরোপাও ঘরে তোলেন ৫৬ বছর বয়সী এই জার্মান কোচ।
মন্তব্য করুন: