কোচিং থেকে পুরোপুরি অবসরের ইঙ্গিত ক্লপের

কোচিং থেকে পুরোপুরি অবসরের ইঙ্গিত ক্লপের

প্রায় নয় বছর কোচ থাকার পর আনুষ্ঠানিকভাবে লিভারপুলের দায়িত্ব ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। দীর্ঘ সময় অ্যানফিল্ডে থাকার পর এখন আপাতত পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোর পরিকল্পনা করছেন এই জার্মান কোচ। এমনকি ভবিষ্যতে আর কোনো ক্লাবের ডাগআউটে তাকে যাবে না বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ দিন উলভারহ‍্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করে লিভারপুল। অল রেডদের হয়ে কোচ হিসেবে এটি ছিল ক্লপের ৪৯১তম ম্যাচ।

গত জানুয়ারিতে আচমকাই চলতি মৌসুম শেষে ক্লাবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ক্লপ। সে সময় তিনি জানিয়েছিলেন, লম্বা সময় দায়িত্ব পালন করে প্রাণশক্তি হারিয়ে ফেলেছেন। লিভারপুল অধ্যায়ের ইতি টানার পর নিজের শেষ সংবাদ সম্মেলনে ৫৬ বছর বয়সী এই কোচ জানান, নতুন করে প্রাণশক্তি না পেলে আর ডাগআউটে ফিরবেন না তিনি।

ঠিক জানি না কেন কেউ বিশ্বাস করে না যে, আমি হয়তো আবার কোচ হব না। তবে আমি বিষয়টা বুঝতে পারি কারণ এটা নেশার মতো কারণ সবাই ফিরে আসে এবং বয়স ৭০ না হওয়া পর্যন্ত কাজ করে।”

আমার সবসময় মনে হয়েছে, আমি এতদিন কাজটা করব না। অন্যরা আরও স্মার্ট, তারা বিভিন্নভাবে কাজটা করতে পারে। আমার উদ্দীপনা দরকার, আমার প্রাণশক্তি দরকার, এই সব জিনিস আমার থাকতে হবে। এখন আমি শূন্য আছি।”

আগামী সপ্তাহে লিভারপুলে সমর্থকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পরিবারসহ জার্মানিতে ফিরে যাওয়ার কথা ক্লপের। তবে ভবিষ্যতে স্রেফ দর্শক হিসেবে অ্যানফিল্ডে ফেরার কথা জানান তিনি। তবে অবসর সময়ে কী করবেন সে বিষয়ে এখনও কোনো পরিকল্পনা করেননি জানিয়ে এই জার্মান কোচ বলেন, “পরিবারের সঙ্গে একান্ত একটি সময় দরকার। তবে আমি এখনও কিছু পরিকল্পনা করিনি কারণ আমি এখানে। আশা করছি আমার স্ত্রী আমাকে জানাবে আমরা কোথায় যাবো।”

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তিনি দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দলটি। ২০১৮-১৯ মৌসুমে তারা জেতে চ্যাম্পিয়ন্স লিগ। পরের মৌসুমে ৩০ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা ঘরে তোলে অল রেডরা। সব মিলিয়ে ক্লপের অধীনে ৭টি শিরোপা জেতে লিভারপুল।

ক্লপের উত্তরসূরি হিসেবে আগামী মৌসুমে লিভারপুলের ডাগআউটে দেখা যাবে ডাচ কোচ আর্নি স্লটকে

মন্তব্য করুন: