৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা ক্রুসের
২১ মে ২০২৪
আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদেই থাকবেন নাকি নতুন গন্তব্যে পাড়ি জমাবেন – টনি ক্রুসের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল অনেকেই। কিন্তু সবাইকে চমকে দিয়ে ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জার্মান এই তারকা।
আগামী ১ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রুসের শেষ ম্যাচ। এরপর ২০২৪ ইউরো শেষে বুটজোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন এই তারকা মিডফিল্ডার।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ক্রুস বলেন, “এই গ্রীষ্মেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর একজন সক্রিয় ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার শেষ হবে। যেমনটা আমি সবসময় বলেছি, রিয়াল মাদ্রিদ আমার ক্যারিয়ারের শেষ ক্লাব হবে।”
“২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদে আমাকে যখন সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়, সে দিনটি আমার জীবনকে বদলে দিয়েছে। একজন ফুটবলার হিসেবে, তবে বিশেষ করে একজন মানুষ হিসেবে। এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আমার নতুন একটি অধ্যায়ের শুরু। ১০ বছর পর, এই মৌসুম শেষে সেই অধ্যায়ের ইতি টানা হবে। আমি এই রোমাঞ্চকর ও সফল দশকটি কখনোই ভুলব না।”
২০১৪ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৬৩ ম্যাচে মাঠে নেমেছেন ক্রুস। স্প্যানিশ ক্লাবটির ১২০ বছরের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন হয়ে বিদায় নেবেন তিনি। এই ১০ বছরে রিয়ালের হয়ে চারটি করে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও উয়েফা সুপার কাপ এবং পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ ২০টিরও বেশি শিরোপা জিতেছেন ক্রুস। আগামী ১ জুন ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে আরও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের সুযোগ আছে তার সামনে। এছাড়াও বায়ার্নের হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি।
চলতি মৌসুমে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই তারকা মিডফিল্ডারের। ফলে গুঞ্জন ছিল নতুন করে চুক্তির মেয়াদ বিষয়টি। এমনকি নতুন চুক্তির বিষয়ে কোনো আলোচনা হচ্ছে কি-না, এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর না দিলেও রিয়ালেই ক্যারিয়ার শেষ করার কথা জানিয়ে আসছিলেন ক্রুস।
বিদায় বেলায় প্রিয় রিয়াল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই মিডফিল্ডার বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে খোলা হৃদয়ে স্বাগত জানিয়েছিল এবং আমার ওপর আস্থা রেখেছিল। তবে বিশেষ করে আমি মাদ্রিদিস্তাদের ধন্যবাদ জানাতে চাই। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমাদের স্নেহ ও ভালোবাসার জন্য।”
ক্রুসের বিদায়ের ঘোষণার পর তাকে রিয়ালের ও বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়ে এক বিবৃতি দেয় ক্লাব কর্তৃপক্ষ। তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে বিবৃতিতে বলা হয়, “টনি ক্রুস তার অসাধারণ ফুটবল এবং দলের হয়ে সবকিছু দেওয়ার জন্য সারাজীবন সব মাদ্রিদিস্তাদের অন্তরে থাকবে।”
অবশ্য আন্তর্জাতিক ফুটবল থেকে আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে দলের প্রয়োজনে এবং কোচের আহ্বানে সাড়া দিয়ে গত ফেব্রুয়ারিতে আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন। জুনে দেশের মাটিতে শুরু হতে যাওয়া ইউরোর দলেও আছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।
মন্তব্য করুন: