লেভারকুজেনের স্বপ্নযাত্রা থামায় খারাপ লাগলেও গর্বিত শাবি

লেভারকুজেনের স্বপ্নযাত্রা থামায় খারাপ লাগলেও গর্বিত শাবি

চলতি মৌসুমে স্বপ্নময় এক যাত্রায় ছিল বায়ার লেভারকুজেন। একের পর এক রেকর্ড গড়ে অপরাজেয় মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল তারা। কিন্তু ইউরোপা লিগের ফাইনালে শাবি আলোনসোর দলের এই স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছে আতালান্তা। ইতালিয়ান ক্লাবটি ভেঙে দিয়েছে জার্মান ক্লাবটির ট্রেবল জয়ের স্বপ্নও।

বুধবার ডাবলিনের ফাইনালে নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমানের হ্যাটট্রিকে লেভারকুজেনকে - গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে আতালান্তা। এই জয়ে ছয় দশকের শিরোপা খরার অবসান হলো ইতালিয়ান ক্লাবটির। আর ইউরোপিয়ান ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে টানা অপরাজিত ম্যাচেরফিফটিপেরিয়ে নিজেদের ৫২তম ম্যাচে এসে থামল লেভারকুজেন।

গত বছর ২৭ মে সবশেষ হারের মুখ দেখেছিল আলোনসোর দল। এরপর টানা ৩৬১ দিন ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে তারা। দলের এমন অর্জনে স্বাভাবিকভাবেই গর্বিত আলোনসো। তবে অপরাজেয় থেকে মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে থাকা অবস্থায় হারের মুখ দেখায় খারাপ লাগছে এই সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লেভারকুজেন কোচ বলেন, “৫২তম ম্যাচে এসে পরাজয়টা স্বাভাবিক কিছু নয়। স্বাভাবিক ব্যাপার হলো, মৌসুমের শুরুর দিকেই হেরে যাওয়া। অথচ সেই পরাজয়টি এলো এমন এক ম্যাচে, এটিই কষ্ট দিচ্ছে।

আমরা এই মৌসুম যা অর্জন করেছি, তা ব্যতিক্রমী অসাধারণ এবং তা নিয়ে খুবই গর্বিত হওয়া উচিত আমাদের। তবে আজকের রাতটি যন্ত্রণাময়।

হারলেও প্রতিপক্ষ আতালান্তার প্রশংসা করে আলোনসো বলেন, “মানসিকতার কারণে এই পরাজয় নয়, ব্যাপারটি ফুটবলীয়। এরকম হয়েই থাকে, এটা ফুটবল। আজকের দিনটি আমাদের ছিল না। ওরা আমাদের চেয়ে ভালো ছিল আজকে।

চলতি মৌসুমের আগে লেভারকুজেন তাদের ক্লাব ইতিহাসে মাত্র দুটি বড় শিরোপা জিতেছিল। বছরের পর বছর শিরোপা জিততে না পারায় তাদের ব্যঙ্গ করে ডাকা হতোনেভারকুজেন কিন্তু আলোনসোর হাত ধরে বদলে যাওয়া এই দলটির নাম এখন হয়ে গেছেনেভারলুজেন বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে গত এপ্রিলে পাঁচ ম্যাচ হাতে রেখেই তারা লিগ শিরোপা ঘরে তোলে।

তবে ট্রেবল জয়ের আশা শেষ হয়ে গেলেও অপ্রতিরোধ্য লেভারকুজেরেন সামনে সুযোগ আছে মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা জেতার। আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে দ্বিতীয় বিভাগের দল কাইজারস্লাটার্নের মুখোমুখি হবে তারা।

দ্বিতীয় বিভাগের দলের সঙ্গে ফাইনাল হলেও ম্যাচটি তাদের জন্য চ্যালেঞ্জিং হবে জানিয়ে আলোনসো বলেন, “আজকের হার থেকে ঘুরে দাঁড়ানো এবং এই পরাজয়ের বেদনা কাটিয়ে ওঠা আমাদের জন্য হবে চ্যালেঞ্জিং। চেষ্টা করে দেখা যাক, শনিবারের ফাইনালের জন্য আমাদের মানসিকতায় বড় প্রভাব পড়ে কিনা।

মন্তব্য করুন: