আর্থিক কেলেংকারি: আপিল করায় সোহাগের শাস্তি বাড়াল ফিফা
২৩ মে ২০২৪
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক দুর্নীতির দায়ে ২০২৩ সালের এপ্রিলে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে উল্টো ফল পেলেন সোহাগ। শাস্তি কমা তো দূরের কথা, উল্টো তার সাজা আরও বেড়ে গেছে। বৃহস্পতিবার আপিলের রায় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থার এথিকস কমিটি।
একই অভিযোগে ১০ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে সেসময়কার বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদিকে। এছাড়া চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমানকে নিষিদ্ধ করেছে ফিফা। অবশ্য ওই আর্থিক কেলেংকারির কাণ্ডের আবু হোসেন আর মিজানুর দুজনেই পদত্যাগ করেছিলেন। দুজনকে ১০ হাজার সুইস ফ্রা জরিমানাও দিতে হবে।
আরও পড়ুন : আর্থিক কেলেংকারি: সালাম মুর্শেদিকে শাস্তি দিল ফিফা
ফিফার রায়ে বলা হয়েছে, আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহাগকে ফুটবলের সব ধরণের কর্মকাণ্ড থেকে সোহাগকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও দিতে হবে। প্রথম শাস্তির ঘোষণায় তার জরিমানার অঙ্ক ছিল ১০ হাজার সুইস ফ্র্যাঁ। এছাড়া বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান শরিফ অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।
আলোচিত এই দুর্নীতির ঘটনায় ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ফিফার ফান্ডের অপব্যবহারের অভিযোগ উঠেছিল, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। গত বছর ফিফা জানিয়েছিল, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে। যদিও রায় ঘোষণার পর সোহাগ বলেছিলেন, তিনি ‘নির্দোষ’ এবং আপিল করবেন। সেই আপিল করে উল্টো ফল মিলল।
মন্তব্য করুন: