আর্থিক কেলেংকারি: সালাম মুর্শেদিকে শাস্তি দিল ফিফা
২৩ মে ২০২৪
আবু নাঈম সোহাগের পর এবার দেশের ফুটবলের জন্য কলঙ্ক বয়ে আনলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবু সালাম মুর্শেদি। আর্থিক কেলেঙ্কারির দায়ে বাফুফের এই ক্ষমতাধর ব্যক্তিকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থার এথিকস কমিটি।
একই ঘটনায় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা ও তিন বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা আর ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। সোহাগ আপিল করার পর তার সাজা আরও বেড়ে গেল। এছাড়া বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান—দুজনকেই ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা ও ২ বছরের জন্য ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন : আর্থিক কেলেংকারি: সালাম মুর্শেদিকে শাস্তি দিল ফিফা
আলোচিত এই দুর্নীতির ঘটনায় ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ফিফার ফান্ডের অপব্যবহারের অভিযোগ উঠেছিল, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। গত বছর ফিফা জানিয়েছিল, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে। ক্রয় ও পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয় আদেশ ও ভূয়া দলিল পরিবেশন করা হয়েছিল।
মন্তব্য করুন: