কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নাভাস

কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নাভাস

কোপা আমেরিকার কোস্টা রিকা দলে কেইলর নাভাসের থাকা না থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে সবকিছুর ইতি টেনেছেন এই গোলকিপার নিজেই। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ফলে এবারের দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে তাকে আর দেখা যাবে না।

২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নাভাসের। ধীরে ধীরে হয়ে ওঠেন গোলপোস্টে কোস্টা রিকার অতন্দ্র প্রহরী। জাতীয় দলের হয়ে খেলেন ১১৪ ম্যাচ, যার মধ্যে আছে তিনটি বিশ্বকাপ। ২০১৪ ব্রাজিল আসরে তার অবদানে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল ওঠে কোস্টা রিকা।

গত মার্চে আর্জেন্টিনার হয়ে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন নাভাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে অবসরের কথা জানিয়ে ৩৭ বছর বয়সী এই গোলকিপার বলেন, “আমার জীবনের এই অধ্যায়ের শেষ হতে চলেছে। হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি বিদায় নিচ্ছি। সামনের দিনগুলোতে মনের ভেতর সবসময়ই আমার প্রিয় কোস্টা রিকার নাম লালন করে যাবো।”

এটা অম্লমধুর একটা অনুভূতি, মেনে নেওয়া কঠিন। এই অংশটা শেষ হয়ে এসেছে। তবে এটা বিদায় নয়। আবার দেখা হবে। কারণ আমাদের পথ আবার কোনো সময় একসঙ্গে মিলবেই। ধন্যবাদ কোস্টা রিকা, আবার দেখা হবে।”

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল থেকে এখনও বিদায় নেননি নাভাস। তবে এখানেও বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঝুলে আছে। আগামী জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু এখনও নতুন কোনো ক্লাবে তার নাম লেখানোর কথা জানা যায়নি।

কোস্টা রিকার এই গোলরক্ষক তার ক্যারিয়ারের সেরা সময় কাটান রিয়াল মাদ্রিদে। ২০১৪ সালে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দেন তিনি। রিয়ালের তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে উল্লেখযোগ্য ভূমিকাও রাখেন তিনি। এছাড়াও লস ব্লাঙ্কোসদের হয়ে চারটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতেন।

২০১৯ সালে পিএসজিতে নাম লেখানোর পর ফরাসি ক্লাবটির হয়ে তিনটি লিগ ওয়ানের শিরোপাসহ মোট ছয়টি ট্রফি জেতেন নাভাস। এই মৌসুমে তাকে ধারে খেলায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টে।

মন্তব্য করুন: