বার্সাকে নিয়ে বরখাস্ত শাভির আবেগঘন বিদায়ী বার্তা
২৫ মে ২০২৪
দলের বাজে পারফরম্যান্সের জেরে গত ২৭ জানুয়ারি মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শাভি এরনান্দেস। এরপর ২৫ এপ্রিল ক্লাব সভাপতির সঙ্গে আলোচনা শেষে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূরণ করার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু এর এক মাস না পেরুতেই আচমকাই দলটির কিংবদন্তি এই মিডফিল্ডারকে বরখাস্ত করেছে বার্সেলোনা। তবে এভাবে প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্ক বদলালেও কোনো ক্ষোভ প্রকাশ করেননি শাভি। বরং এতদিন পাশে থাকার জন্য ক্লাব ও সমর্থকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।
অবশ্য শাভিকে যে আচমকাই বরখাস্ত করা হয়েছে এমনটাও নয়। সপ্তাহখানেক আগে হঠাৎ করেই এই স্প্যানিশকে ছাঁটাইয়ের গুঞ্জন শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৬ মে সাংবাদিকদের কাছে ক্লাবের নাজুক আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করায় শাভির ওপর চটে যান ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। শেষ পর্যন্ত শুক্রবার মৌসুম শেষে শাভিকে ছাঁটাইয়ের খবর জানিয়ে দেন সভাপতি নিজেই।
ফলে রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটিই হতে যাচ্ছে বার্সেলোনা ডাগআউটে শাভির শেষ ম্যাচ। ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা দেন তিনি। দায়িত্ব ছাড়ার পর আবারও বার্সেলোনার একজন সমর্থক হিসেবে কাম্প নউয়ের গ্যালারিতে আসবেন জানিয়ে বলেন, “প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে (ডাগআউটে) আমার পথচলার ইতি ঘটবে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়, কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি…আমি খুবই গর্বিত।”
“সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন, ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতোই একইরকম ভালোবাসা দিয়েছেন। রোববার থেকে স্ট্যান্ডে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব এবং সেটা এখন অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েক মাস পর কাম্প নউয়ের স্ট্যান্ডে (আমি এভাবেই থাকব)। কেননা, খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং জীবনে আমি এই ক্লাবটির কেবল সবচেয়ে ভালোটাই চাই।”
শাভির এরকম বিদায় একদমই মেনে নিতে পারেননি শেষ ম্যাচে তার প্রতিপক্ষ সেভিয়া কোচ কিকে সানচেস ক্লোরেস। বার্সেলোনা তাদের কিংবদন্তিদের সঙ্গে সবসময় এরকম বাজে আচরণ করে বিদায় দেয় জানিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এক্ষেত্রে লিওনেল মেসি ও সাবেক কোচ রোনাল্ড কোমানের উদাহরণ টানেন তিনি।
তবে নিজের বিদায়ী বার্তায় ক্লাবের কারোর প্রতি কোনো ক্ষোভ, উষ্মা কোনো কিছু না জানিয়ে শাভি বলেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সমর্থক, খেলোয়াড়, স্টাফ, ক্লাবের কর্মরত সবাই, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, গণমাধ্যম এবং সবাই, যাদের সঙ্গে আমি আড়াই মৌসুম ধরে এই পথচলা ভাগাভাগি করেছি, সবাইকে ধন্যবাদ। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা।”
মন্তব্য করুন: