সেরি আর মৌসুম সেরা আর্জেন্টিনার মার্তিনেস

সেরি আর মৌসুম সেরা আর্জেন্টিনার মার্তিনেস

ইতালিয়ান সেরি আয় মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস। ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

এবারই প্রথম মৌসুম সেরার স্বীকৃতি পেলেন মার্তিনেস। ইন্টারের ২০তম লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। ৩৩ ম্যাচে তার গোল ২৪টি। এই তালিকার দুই নম্বরে থাকা ইউভেন্তুসের দুসান ভ্লাহোভিচের চেয়ে যা ৮টি বেশি।

শুক্রবার মৌসুম সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে সেরি আ কর্তৃপক্ষ। তবে মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও সেরা ফরোয়ার্ডের খেতাব জিততে পারেননি মার্তিনেস। এই স্বীকৃতি ঘরে তোলেন ভ্লাহোভিচ। অন্যদিকে সেরা মিডফিল্ডার সেরা ডিফেন্ডারের স্বীকৃতি পান মার্তিনেসের দুই সতীর্থ হাকান কালহানোগলু আলেসান্দ্রো বাস্তোনি। সেরা গোলরক্ষক খেতাব পান মনসার মিশেল দি গ্রেগোরিও।

রোববার সেরি আয় নিজেদের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হবে ইন্টার। এই ম্যাচ শুরুর আগে মার্তিনেসের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মন্তব্য করুন: