বার্সা শান্তিতে কাজ করতে দেয়নি অভিযোগ শাভির
২৭ মে ২০২৪
সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে বার্সেলোনা অধ্যায় শেষ হলো শাভি এর্নেন্দেসের। গত জানুয়ারিতে তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর গত মাসে বার্সা কর্তৃপক্ষের অনুরোধে আরও এক মৌসুম থেকে যেতে রাজি হন। কিন্তু হঠাৎ গত ২৪ মে তাকে বরখাস্ত করে বার্সেলোনা। বিদায়ী ম্যাচ শেষে ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এই স্প্যানিশ কোচ।
রোববার রাতে ম্যাচ শেষে শাভি বলেন, “আমার মনে হয় না, যে কাজগুলো আমরা করেছি, সেসবের যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে, বিশেষ করে যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আমরা আসার সময় বার্সা ছিল পয়েন্ট তালিকায় ৯ নম্বরে। সেখান থেকে আমরা রানার্স আপ হয়ে লিগ শেষ করি। প্রথম পূর্ণাঙ্গ মৌসুমে আমরা দুটি ট্রফি জিতেছি।”
ক্লাবের বিরুদ্ধে অভিযোগ করে শাভি বলেন, “আমার মনে হয়, গত আড়াই বছরে আমরা যা করেছি, তাতে ভূমিকম্প হয়ে গেছে। অনেক পরিস্থিতিতেই আমাকে নানা সময়ে টার্গেট বানানো হয়েছে। শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি। একমাস আগে আমি স্থিতিশীলতা চেয়েছিলাম। তারা প্রতিশ্রুতি দেওয়ায় আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু ফুটবল কোচদের জীবনই এমন।”
অনুরোধ করে রেখে দেওয়ার একমাসের মাঝে কেন বরখাস্ত করা হলো- তার জবাব নেই শাভির কাছেও, “এর পেছনের কারণ বা উদ্দেশ্য ব্যাখ্যা করার দায়িত্ব আমার নয়। ক্লাব সভাপতি তা করতে পারেন। আমার স্রেফ সিদ্ধান্ত মেনে নেওয়া এবং সম্মান জানানো ছাড়া উপায় নেই। তাদের কথার সঙ্গে আমি একমত কিনা, এসবেরও কোনো মূল্য নেই। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, পেছন ফিরে তাকানোর উপায় নেই। সবার ওপরে ক্লাব।”
শেষে বার্সেলোনার সম্ভাব্য নতুন কোচ হান্সি ফ্লিক ও তার কোচিং স্টাফকে বড় ধরনের সতর্কবার্তা দিয়ে রাখেন শাভি, “তাদের জেনে রাখা উচিত, পরিস্থিতি খুবই কঠিন। বার্সেলোনা এমনিতেই খুব কঠিন ক্লাব, তার ওপর এখন প্রতিকূল আর্থিক অবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল। তাদের কাজটা সহজ হবে না। তাদেরকে ভুগতে হবে এবং ধৈর্য ধরতে হবে, কারণ এখানে কাজটা কঠিন। কেবল টানা জিততে পারলেই তারা নিরাপদ থাকতে পারবে।”
মন্তব্য করুন: