কোর্তোয়াকে ছাড়াই বেলজিয়ামের ইউরো দল ঘোষণা
২৮ মে ২০২৪
চোটের কারণে চলতি মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন থিবো কোর্তোয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে চলতি মাসের শুরুতে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠেও ফিরেছেন এই গোলকিপার। তবে শেষ পর্যন্ত আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) বেলজিয়াম দলে জায়গা হয়নি তার।
জার্মানিতে শুরুতে হতে যাওয়া ইউরোকে সামনে রেখে মঙ্গলবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন বেলজিয়াম কোচ দোমেনিকো তেদেসকো। এই তালিকায় কর্তোয়ার না থাকা ছাড়াও আরেকটি চমক হলো আক্সেল উইটসেলের নাম। আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার গত বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন।
কাতার বিশ্বকাপে দলের ভরাডুবির পর জাতীয় দলকে বিদায় জানান তারকা ফরোয়ার্ড এদেন হ্যাজার্ড। এরপর দলের নেতৃত্ব পান কেভিন ডি ব্রুইনা। তবে চোটের কারণে গত বছর জুনে ইউরোর বাছাইপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি এই মিডফিল্ডার। সে সময় রোমেলু লুকাকুকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন কোচ। আর এই বিষয়টিই ভালোভাবে নিতে পারেননি কোর্তোয়া। এরপর এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে খেলবেন না জানিয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। এই ঘটনা সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে অবশ্য ক্ষমা চান এই গোলকিপার।
জাতীয় দল ছাড়ার পরপরই হাঁটুর চোটে পড়েন কোর্তোয়া। এরপর গত মার্চে দ্বিতীয় দফায় হাঁটুর চোটে পড়ার পর চলতি মাসে মাঠে ফেরেন তিনি। আগামী রোববার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে ইউরোর জন্য অভিজ্ঞ এই গোলকিপারকে এখনও প্রস্তুত মনে করেন না বেলজিয়াম কোচ।
“কোর্তোয়া খুব স্পষ্ট এবং সৎ ছিল… সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি তা হলো, সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত নয়। সে তার শরীর সবচেয়ে ভালো জানে।”
আগামী ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে বেলজিয়াম। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ রোমানিয়া ও ইউক্রেন।
বেলজিয়ামের ইউরো স্কোয়াড:
গোলরক্ষক: কোয়েন কাস্টিলস, টমাস কামিনস্কি, মাটস সেলস।
ডিফেন্ডার: টিমোথি কাসটেন, মাক্সিম ডি কুইপার, জেনো ডিবাস্ট, ওয়াউট ফায়েস, টমাস মিউনিয়ার, ইয়ান ভর্তোগেন, আর্থুর থিয়েট, আক্সেল উইটসেল।
মিডফিল্ডার: ইয়ানিক কারাস্কো, কেভিন ডি ব্রুইনা, ওরেল মাঙ্গালা, আমাদৌ ওনানা, ইউরি টিলেমনস, আর্থুর ভার্মিরা, অ্যাস্টার ভ্রাঙ্কক্স।
ফরোয়ার্ড: ইয়োহান বাকায়োকো, চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, লোইস ওপেন্দা, লিয়ান্দ্রো ত্রসার্দ।
মন্তব্য করুন: