রিয়াল ছাড়াও আরেক ভবিষ্যৎ গন্তব্যের কথা জানালেন এমবাপ্পে
২৯ মে ২০২৪
ফরাসি লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার পরবর্তী ঠিকানা হতে চলেছে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। এখন পালা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তবে গন্তব্য যেখানেই হোক না কেনো ভবিষ্যতে এসি মিলানের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে।
ইতালিয়ান গণমাধ্যম স্কাই ইতালিয়াকে এই তারকা ফরোয়ার্ড জানান, ছোটবেলা থেকেই তিনি এসি মিলানকে সমর্থন করে আসছেন। এমনকি তিনি এখনও দলটির খেলা দেখেন। ভবিষ্যতে কখনও মিলানের হয়ে খেলার সুযোগ পেলে তা তিনি গ্রহণও করবেন।
“কখন কি হতে পারে কেউ জানে না। ছোট বেলা থেকেই আমি এসি মিলানের ভক্ত ছিলাম। আমি সবসময় বলতাম যে যদি কোনো দিন ইতালিতে আসি তাহলে আমি এসি মিলানের হয়ে খেলব। ইতালিয়ান লিগে আমি এসি মিলানের সব ম্যাচ দেখি।”
তবে এখন ইতালিতে পাড়ি না জমালেও নতুন ক্লাব নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে এমবাপ্পে বলেন, “আমি পিএসজিতে ছিলাম। এখন আমি নতুন একটি ক্লাবে যাবো। এখন যা আছে তাতে আমি বেশ খুশি।”
রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার আগে জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাতাবেন এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর ২০২২ সালের আসরেও শিরোপার খুব কাছ থেকে ফিরে আসতে হয় এই ফরোয়ার্ডকে। তার দুর্দান্ত হ্যাটট্রিকের পরও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হতে হয় তাদের।
২০২০ ইউরোতে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় ফ্রান্সকে। তবে জার্মানিতে শুরু হতে যাওয়া এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে তারা। জাতীয় দলের হয়ে শিরোপা জেতা এখনও মূল লক্ষ্য জানিয়ে এমবাপ্পে বলেন, “স্বপ্ন এখনও একই আছে, তা হলো জেতা। আমরা দু বছর আগে বিশ্বকাপের ফাইনালে খেলি। সেখানে আমাদের লক্ষ্য ছিল জেতা। এবার এটা সহজ হবে না। অনেক দল আছে। আমার জয়ের জন্য ক্ষুধার্ত এবং আমরা আরও চাই।”
আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই সঙ্গী নেদারল্যান্ডস ও পোল্যান্ড।
মন্তব্য করুন: