বার্সেলোনার নতুন কোচ হানজি ফ্লিক

বার্সেলোনার নতুন কোচ হানজি ফ্লিক

নাটকীয়ভাবে শাভি এরনান্দেস বরখাস্ত হওয়ার পর থেকেই বার্সেলোনার সম্ভাব্য নতুন কোচ হিসেবে হানজি ফ্লিকের নাম শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বুধবার কোচ হিসেবে ফ্লিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান এই কোচ। তার মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।

৫৯ বছর বয়সী ফ্লিকের কোচিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯৬ সালে এফসি ভিক্টোরিয়ার হয়ে। পরবর্তী সময়ে বিভিন্ন ক্লাব ঘুরে বায়ার্ন মিউনিখে যান। ২০১৯ সালে তার অধীনে ট্রেবল জয় করে বায়ার্ন। এই সাফল্যই তাকে জার্মান জাতীয় দলের কোচ হওয়ার পথ সুগম করে দেয়। কিন্তু জাতীয় পর্যায়ে তিনি সাফল্য পাননি। তার অধীনে ১৭ ম্যাচে মাত্র ৪ জয় পায় জার্মানি। কাতার বিশ্বকাপে জার্মানরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে তাকে ছাঁটাই করা হয়।

গত শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে শাভি এরনেন্দেসকে বরখাস্তের ঘোষণা দেয় বার্সেলোনা। অথচ গত জানুয়ারিতে শাভি নিজেই চাকরি ছাড়ার ঘোষণা দিলে তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল বার্সা। অনেক অনুরোধের পর গত এপ্রিলের শেষ দিকে বার্সায় থেকে যাওয়ার ঘোষণা দেন শাভি। কিন্তু দল গঠন নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় মাস না ঘুরতেই তাকে বরখাস্ত করে।

মন্তব্য করুন: