যে কারণে কোম্পানিকে কোচের দায়িত্ব দিল বায়ার্ন
৩০ মে ২০২৪
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বায়ার্ন মিউনিখের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভিনসেন্ট কোম্পানি। বেলজিয়ামের সাবেক এই ডিফেন্ডারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে জার্মান ক্লাবটি। একই সঙ্গে ঠিক কী কারণে তুলনামূলক কম অভিজ্ঞ কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সেটিও খোলাসা করেছেন ক্লাবটির সিইও।
বুধবার এক বিবৃতিতে টমাস টুখেলের উত্তরসূরি হিসেবে কোম্পানির নাম ঘোষণা করে বায়ার্ন। জার্মান ক্লাবটির দায়িত্ব নেওয়ার আগে ইংলিশ ক্লাব বার্নলির কোচ ছিলেন ৩৮ বছর বয়সী এই বেলজিয়ান।
২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবলের চ্যাম্পিয়নশিপ জিতিয়ে বার্নলিকে ইংলিশ প্রিমিয়ার লিগে তোলেন কোম্পানি। তবে এই মৌসুমে দলটি পয়েন্ট তালিকার ১৯তম স্থানে থেকে আসর শেষ করায় ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে আবারও তাদের অবনমন হয়।
ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল কোম্পানির। ইএসপিএন বলছে, মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে নিজেদের দলে নেওয়ায় বার্নলিকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৭ লাখ ডলার দিতে রাজি বায়ার্ন।
কেবল দুটি দলে কোচের দায়িত্ব পালন করা কোম্পানিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণ হিসেবে বায়ার্ন সিইও ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেজেন বলেন, “আমাদের ক্লাবের সবাই একমত যে, ভিনসেন্ট কোম্পানিই কোচ হিসেবে সঠিক ব্যক্তি। তার সঙ্গে কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি।”
নতুন দায়িত্ব নিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতা কোম্পানি বলেন, “বায়ার্নে এই চ্যালেঞ্জের জন্য আমি মুখিয়ে আছি। ক্লাবটির হয়ে কাজ করা হবে সম্মানের। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন একটি প্রতিষ্ঠান।”
টুখেলের অধীনে চলতি মৌসুমটা একদমই ভালো যায়নি বায়ার্নের। দীর্ঘ ১১ বছর পর বায়ার লেভারকুজেনের কাছে হারিয়েছে বুন্ডেসলিগার শিরোপা। লিগও শেষ করেছে তালিকার তিন নম্বরে থেকে। শুধু তাই নয়, এক দশকের বেশি সময় পর কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করেছে তারা।
টুখেলের সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের জেরে গত ফেব্রুয়ারিতে পারস্পরিক সমঝোতায় মৌসুম শেষে তা শেষ করার সিদ্ধান্তের কথা জানায় ক্লাব কর্তৃপক্ষ।
এরপর লেভারকুজেনের কোচ শাবি আলোনসো, জার্মানি জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগেলসমান ও অস্ট্রিয়া জাতীয় দলের কোচ রাল্ফ রাংনিকের সঙ্গে আলোচনায় বসে বায়ার্ন। তবে তারা কেউই সাড়া না দেওয়ায় আবারও টুখেলের সঙ্গে আলোচনায় বসে জার্মানির সফলতম ক্লাবটি। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হওয়ায় কোম্পানির শরণাপন্ন হয় তারা। বার্নলির আগে কোচ হিসেবে তিনি প্রথম দায়িত্ব পালন করেন নিজ দেশ বেলজিয়ামের দল আন্ডারলেখটের।
মন্তব্য করুন: