লুনিন নাকি কোর্তোয়া: কে খেলবেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে?

লুনিন নাকি কোর্তোয়া: কে খেলবেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে?

আর কয়েক ঘণ্টা পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ আর বরুসিয়া ডর্টমুন্ড। এর আগে বারবার একটা প্রশ্ন সামনে আসছে যে, থিবো কোর্তোয়া নাকি আন্দ্রেই লুনিন কে আগলে রাখবেন রিয়ালের গোলপোস্ট? সেমিফাইনালের পর থেকে অবশ্য লুনিনের চেয়ে কোর্তোয়ার ওপরই রিয়াল কোচের বেশি ভরসা রাখার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে যাচ্ছে।

৩১ বছর বয়সী কোর্তোয়া নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা গোলকিপার। কিন্তু হাঁটুর চোটে পুরো মৌসুমই তিনি মাঠের বাইরে ছিলেন। কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি লেগে খেলেননি। সেই ম্যাচে লুনিনই রিয়ালের পোস্ট সামলান। শুধু তাই নয়, কোর্তোয়ার ইনজুরির সময়ে গোলপোস্টে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন লুনিন। তাই বেশ মধুর সমস্যায় পড়েছিলেন কার্লো আনচেলত্তি।

শেষ পর্যন্ত তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চদশ শিরোপা জয়ের অভিযানে তিনি অভিজ্ঞ কোর্তোয়ার ওপরেই আস্থা রেখেছেন। তাছাড়া হয়নি। লুনিনের ফ্লু জ্বরে আক্রান্ত হওয়ায় আনচেলত্তির জন্য কাজটা সহজ হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে রিয়াল কোচ বলেছেন, লুনিনের ফ্লু হয়েছে। তাই সে অনুশীলন করতে পারেনি। সে দলের সঙ্গে যাবে, তবে বেঞ্চে থাকবে। এই ম্যাচে কোর্তোয়া খেলবে। ফাইনাল সব সময়ই ফাইনাল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বিপজ্জনকও।

মন্তব্য করুন: